আজকের টপিক-নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি ব্যবহারে চীন প্রথম
  2017-02-14 09:34:24  cri


ফেব্রুয়ারি ১০: নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সংখ্যার দিক থেকে ২০১৬ সালে বিশ্বে প্রথম হয়েছে চীন। চীনের গাড়ি সমিতি গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

২০১৬ সালে চীনে ৫ লাখ নতুন ধরণের বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়, যা তার আগের বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি। এ গাড়িগুলো চীনের অন্যান্য বিক্রি হওয়া গাড়ির ১.৮ শতাংশ। অন্যদিকে সারা বিশ্বে এ ধরনের ইলেক্ট্রিক গাড়ি বিক্রির ৪০ শতাংশ। বর্তমানে চীনে প্রায় ১০ লাখ ইলেক্ট্রিক গাড়ি চলছে।

ধারণা করা হচ্ছে, চলতি বছর চীনে প্রায় ৮ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে।

(লেলিন/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040