২০১৭ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন: বাংলা কথাসাহিত্য-বিশ্বজিত ঘোষ
  2017-02-11 19:01:27  cri

১লা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭-এর আয়োজন করেছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশের বিশিষ্ট- কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-বুদ্ধিজীবীগণ বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও কবি- লেখকবৃন্দ সম্মেলনে অংশ নিয়েছেন। ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কর্তৃক সম্মেলন উদ্বোধনের পর ২-৪ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী অধিবেশনসমূহের বিষয়বস্তুর মধ্যে ছিলো কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর। 'সম্প্রীতির জন্য সাহিত্য' শীর্ষক এই সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলা ভাষার কথাসাহিত্য নিয়ে চমত্কার একটি ভাষণ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিত ঘোষ। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তাঁর ভাষণের কিছু অংশ। পরিবেশন করছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

অধ্যাপক বিশ্বজিত ঘোষের সংক্ষিপ্ত পরিচয়:

বিশ্বজিত ঘোষ ১৯৫৮ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী- বাংলাদেশের সাহিত্য, বাংলা কথাসাহিত্য পাঠ, কথাগুচ্ছ গুচ্ছকথা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040