আজকের টপিক: মোঃ হাছানুজ্জামান খাঁনের সাক্ষাত্কার
  2017-02-17 19:11:23  cri


মোঃ হাছানুজ্জামান খাঁন

মোঃ হাছানুজ্জামান খাঁন ২০১৩ সালে চীন সরকারের ছাত্রবৃত্তি লাভ করেন। সেই বৃত্তির অধীনে তিনি উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের উত্তর-পূর্ব নোর্মল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ওখান থেকে পাশ করার পর তিনি নতুন বৃত্তি পেয়ে আনহুই প্রদেশের হোফেই শহরে অবস্থিত চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি করছেন। তার গবেষণার বিষয়: স্নায়ুবিজ্ঞান। এটি খুব জটিল ও মজার বিষয়। সম্প্রতি তিনি বেইজিংয়ে এসে সিআরআইয়ের স্টুডিওতে আমাদের সঙ্গে চীনে তার লেখাপড়ার অভিজ্ঞতা শেয়ার করেন।

বন্ধুরা, আসুন 'আজকের টপিক' আসরে শুনি তার মজার অভিজ্ঞতার কথা। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040