যাকে আমি ভালবাসি, সে আমাকে বাসেনা
  2017-02-10 15:10:41  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'তোমার জন্য গান'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং টুটুল।

মুক্তা: প্রিয় শ্রোতা, আগামীকাল হল চীনের ইউয়ানসিয়াও উত্সব। ইয়ানসিয়াও উত্সব হল বসন্ত উত্সবের শেষ দিন। অর্থাত্ এই উত্সব উদযাপনের মধ্য দিয়ে চীনের বসন্ত উত্সব উদযাপন সমাপ্ত হয়। তাই এই উত্সব শেষ হয়ে যাওয়ার আগে আমরা আজ আপনাদের বসন্ত উত্সবের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম হল 'সুখ বর্ষ'। গেয়েছেন চীনের একটি তারকা পরিবার। বাবা থিয়ান লিয়াং হলেন চীনের বিখ্যাত্ ডাইভিং খেলোয়াড়, মা ইয়ে ই ছিয়ান হলেন চীনের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তাদের একজন মেয়ে ও একজন ছেলে আছে। পরিবারের চারজন সদস্য একসাথে গানটি গেয়েছেন।

টুটুল: গানটির কথা প্রায় এরকম, 'আজকের খবরে আছে, পুরনো নারী সুন্দরী মেয়েতে পরিণত হয়েছে। সাধারণ চাচার সুখবর আছে। সুখ শুধু সুদর্শন পুরুষের নয়। সারা বসন্ত উত্সবে সুখে থাকি। টাকা, সময় ছাড়াও আমাদের সুস্থতা আরো গুরুত্বপূর্ণ। বড় মানুষের বাচ্চা দরকার। নববর্ষে তোমার সুস্থতা হল সুখ। তোমার শান্তিতে পুনর্মিলন উপভোগ করার প্রত্যাশা করি। নববর্ষে তোমার সুস্থতা হল সুখ। প্রতিদিন তোমার অসীম সুখের প্রত্যাশা করি। তোমার প্রতিবছর সুখী হওয়ার প্রত্যাশা করি। আজ হল আমাদের ঐতিহ্যগত বসন্ত উত্সব। আজ সারা বিশ্বের আবহাওয়া মায়ের চেহারার বৃষ্টি থেকে হাসিখুশিতে পরিণত হয় এবং বাবার চেহারায় কোনো মেঘ নেয়।যদিও খারাপ আবহাওয়ায় আমাদের মনে সুখ দরকার। নববর্ষে তোমার আমার সুস্থতা হল সুখ। আমি প্রতি রাতে তোমাকে শুভেচ্ছা জানাতে থাকি'। আচ্ছা, এখন আমরা একসঙ্গে এ আনন্দের গানটি শুনবো।

মুক্তা: শুনছিলেন 'সুখ বর্ষ' গানটি। বন্ধুরা, আপনারা হয়তো চীনের বিখ্যাত অভিনেতা জ্যাকি চেনকে জানেন, তাই না? তিনি চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক মর্যাদা ও সাফল্য লাভ করেছেন। কিন্তু হয়তো আপনারা জানেন না যে, তিনি একজন বড় মাপের গায়কও। তিনি অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে তার একটি গান শোনাতে চাই। গানের শিরোনাম হল 'অশেষ ভালবাসা'। এ গানটি 'দ্য মিথ' চলচ্চিত্রের থিম গান। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেত্রী কিম হি সুন জ্যাকি চেনের সঙ্গে গানটি গেয়েছেন।

টুটুল: গানের কথা হল, 'আমার সবচেয়ে রহস্যময় অপেক্ষা ভেঙ্গে দাও। তারকা পড়ে যাচ্ছে, বাতাস আসছে। দু'টি হৃদয় কাঁপছে। আমার হৃদয়কে বিশ্বাস করো, হাজার হাজার বছর অপেক্ষা করতে থাকবো। তথাপি কত শীতকাল কেটে যাবে, তোমার হাত আমি ত্যাগ করবো না। প্রতি রাতে হৃদয়ে ব্যথা। স্মৃতি শেষ হয় না। তোমাকে বিশ্বাস করি। সেজন্য আমি অপেক্ষা করতে থাকবো। ব্যথায় আমার ভয় লাগে না। মাত্র তোমার কোমলতা আমাকে উদ্ধার করতে পারে। ভালবাসা আমাদের হৃদয়ে সবসময় ফুলে পরিণত হয়। স্বপ্ন কখনো ছেড়ে দেবোনা। শুধুমাত্র সত্য ভালবাসা আমাদের সঙ্গে থাকবে। ভালবাসা হল আমাদের হৃদয়ে সুন্দর কথা'। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

মুক্তা: শুনছিলেন 'অশেষ ভালবাসা' গানটি। এখন আমরা আপনাদের 'যাকে আমি ভালবাসি, সে আমাকে বাসেনা' নামের একটি গান শোনাবো। গেয়েছেন চাং চি ছেং। তিনি চীনা বংশোদ্ভুত মালয়েশিয়ার গায়ক। তিনি ১৯৭৩ সালের ৮ মে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি মালয়েশিয়ার একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে তিনি চীনের তাইওয়ানে আসেন। তিনি আর এন্ড বি রাজকুমার নামে পরিচিত।

টুটুল: গানের কথা এমন, 'শান্ত শান্ত বিছানায় আছি। মন স্মৃতিতে ভরপুর। আমি যেন কোনো কণ্ঠ শুনছি। দুর্ভাগ্যবশত তুমি আমার সঙ্গে পিয়ানো বাজাতে পারবে না। ভালবাসার অনেক সংজ্ঞা আছে। আমাদের অনেক বিশ্বাস আছে। মাত্র শাশ্বত এ পথে অনেক ফাঁদ রয়েছে। যদিও আমি আগের মত, তুমিও পরিবর্তন হয়েছো। যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা। কারও ভুল নয়, তাই আরো দুঃখ পাই। আমাদের নতুন জীবন শুরু করতে কত সময় দরকার। আমি নিজেকে আঘাত দিতে চাই না। যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা। বিমানটি মেঘের উপর উড়ছে, তবুও আমি অপেক্ষা করছি। কিন্তু যে মানুষকে ভালবাসি, সে আমাকে বাসেনা'। আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

মুক্তা: শুনছিলেন 'যাকে আমি ভালবাসি, সে আমাকে বাসেনা' গানটি। এখন আমরা আপনাদের একটি হালকা রক ক্যান্টনিজ গান শোনাতে চাই। গানের শিরোনাম হল 'লাল সূর্য'। গেয়েছেন চীনের হংকংয়ের গায়ক লি খে ছিন। তিনি ১৯৭৬ সালের ৬ ডিসেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে হংকংয়ের এক অপেশাদার সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। ১৯৮৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৩ সালে তিনি 'বাড়িতে ফিরে যাই' নামের গান নিয়ে হংকং টেলিভিশন ও বেতার কোম্পানির আয়োজিত ১০টি শ্রেষ্ঠ গান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০০৩ সালে তিনি হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গায়কের মর্যাদা পান। ২০০৪ সালে তিনি হংকংয়ের চারটি টেলিভিশন কেন্দ্রের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় গায়কের মর্যাদা পান। একজন গায়ক ছাড়া তিনি একজন ক্রীড়া টিভি অনুষ্ঠানের উপস্থাপকও।

টুটুল: 'লাল সূর্য' গানের কথা এমন, 'যদিও ভাগ্য এত কঠিন, এমন কি ভাগ্যের কঠিনে তুমি কোনো মজা দেখতে পারো না, তবুও কান্না শুনবে, দুঃখ বোধ করবে কিন্তু ত্যাগ করবে না। আমি তোমার সঙ্গে আজীবন থাকতে চাই। জীবনে ঘুরতে ঘুরতে সবকিছু স্পষ্টভাবে দেখতে পারি না। দ্বিধার সময় আমিও একা এক জায়গায় বসেছিলাম এবং কোনো সাহায্য পাই নি। তখন আমি ছোট, আমিও অসংখ্য বারের মতো পড়ে গিয়েছি।আমিও বড় বৃষ্টিতে কান্না করেছি। যদিও জীবন অনেক কঠিন, আমিও ত্যাগ করবো না। কখন থেকে তোমার লাল সূর্যের মতো উত্সাহে আমার হৃদয় জ্বলে উঠেছে। হাজার হাজার বার পড়ার পর আমিও আরোহণ করতে পারি। দু'পাশে সুগন্ধ ফুল যেন তোমাকে ও আমাকে শুভেচ্ছা জানায়। রাতে তারকা ধীরে ধীরে ঝিকিমিকি করে যেন আশার ঢেউ আমার শরীরে ঝাপটা দেয়'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'লাল সূর্য' নামের একটি গান। খুবই অনুপ্রেরণামূলক গান, তাইনা? আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com.

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040