আজকের টপিক ৮ ফেব্রুয়ারি: বইমেলার সংক্ষিপ্ত ইতিহাস ও বইমেলা ২০১৭
  2017-02-08 14:25:09  cri

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বাঙালির গৌরবের ভাষার মাস। ১৯৫২ আন্দোলনের উত্তাল, রক্তঝরা এ মাসে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না জানা অনেকের আত্মদানের মধ্য দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বাংলা ভাষা। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ; আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ ২১ ফেব্রুয়ারির।

ভাষার মাসে প্রথম দিনটিতেই শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এবারো বইমেলাও বসেছে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দি চত্বরে। সোহরাওয়ার্দিতে ১২টি চত্বরে ৩২৯টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৫৪৯টি ইউনিট। অন্যদিকে বাংলা একাডেমী প্রাঙ্গনে ৮০টি প্রতিষ্ঠান পেয়েছে ১১৪টি ইউনিট। প্রথম দিন থেকেই জমে উঠতে শুরু করেছে বইমেলা। আর এবারের বইমেলা অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে বলে আশা আয়োজন ও প্রকাশকদের।

আজকের অনুষ্ঠানে আমরা বইমেলার সংক্ষিপ্ত ইতিহাস ও এবারের বইমেলা সংক্রান্ত আলোচনা করবো।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040