বসন্ত উত্সবে চীনের সবচেয়ে আকর্ষণীয় ৩টি শহর
  2017-01-31 14:18:52  cri

বসন্ত উত্সব চীনের খুবই গুরুত্বপূর্ণ একটি উত্সব। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে চীনারা। কিন্তু ধীরে ধীরে এই উত্সব তার ঐতিহ্যিক প্রথা হারিয়ে ফেলছে। এখন নিজের বাসায় বসন্ত উত্সব পালন না করে চীনারা বিভিন্ন জায়গায় এ গুরুত্বপূর্ণ উত্সব উপভোগ করেন।

তাহলে বসন্ত উত্সবে চীনের সবচেয়ে আকর্ষণীয় ৩টি শহর নিয়ে আমরা 'আজকের টপিক' অনুষ্ঠান শুরু করছি।

আসলে বন্ধুরা, আমি বিশ্বাস করি অনেক বাংলাদেশি নতুন বছরে ভিন্ন একটি সুন্দর জায়গায় নববর্ষ পালন করেছেন, তাই না? তাহলে আজ আমি এবং আমার সহকর্মী টুটুল আলাদাভাবে চীন ও বাংলাদেশের ৩টি উত্সব পালনের উপযুক্ত শহরের পরিচয় করিয়ে দেবো।

প্রথমে চীনের ফেং হুয়াং। ফেং হুয়াংকে 'চীনের সবচেয়ে সুন্দর গ্রাম' ও 'চিত্রকলার মতো রঙিন শহর' বলা হয়।

সেখানে অনেক প্রাচীন স্টাইলের রাস্তা, ঐতিহাসিক দৃশ্য, নদীর তীরের ঐতিহ্যবাহী ঘরবাড়ি, মার্জিত পাথরের রাস্তা এবং সূর্যাস্ত পরবর্তী আকর্ষণীয় সব দৃশ্য দেখা যায়। যেন সারা দিনের প্রতিটি মুহূর্ত উপভোগর জন্য ফেং হুয়াং আপনার জন্য একটি জায়গা প্রস্তুত করেছে। চীনারা চীনের বিখ্যাত লেখক সেন ছুং ওয়েন'র উপন্যাস থেকে ফেং হুয়াং সম্পর্কে জানতে পারে। কিন্তু তার উপন্যাসে শুধু গ্রীষ্মকালের ফেং হুয়াংয়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। কিন্তু বসন্ত উত্সবের ফেং হুয়াংও অতুলনীয় সুন্দর। এ উত্সবে সে স্থানটি যেন বিশুদ্ধ সাদা একটি চীনা একরঙা ছবির মতো সুন্দর।

আচ্ছা, ফেং হুয়াংয়ের পর, আমা চীনের সি ছুয়ান প্রদেশে যাবো। সেখানে একটি খুবই সুন্দর জায়গা রয়েছে, তা হলো চিউ জাই কৌ।

চিউ জাই কৌ সমুদ্রপৃষ্ঠ ২ হাজার মিটারের বেশি উঁচুতে অবস্থিত। সেখানে আদিম বন ও ১০৮টি হ্রদ আছে। চিউ জাই কৌ চারটি ঋতুর প্রতিটি ঋতুতেই আলাদা আলাদাভাবে সুন্দর। স্থানটিকে 'সুন্দর পরী কাহিনীর বিশ্ব' বলা হয়।

তার পর চিয়াং চিয়া চিয়ে। চীনের একটি কথা রয়েছে, হ্রদ দেখতে চাইলে চিউ জাই কৌ যাবে, পাহাড় দেখতে চাইলে, চিয়াং চিয়া চিয়ে-এ। বন্ধুরা কি জানেন যে, বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অ্যাভাটার এখানে শুটিং করা হয়েছে। আসলে চিয়াং চিয়া চিয়ে বিশ্ববিখ্যাত। উ লিন ইউয়ান ও থিয়েন মেন সান হলো চিয়াং চিয়া চিয়ে'র দু'টি বিখ্যাত কেন্দ্র। বিভিন্ন ঋতুতে বৈশিষ্ট্যময় সৌন্দর্য আছে। কিন্তু শুধু শীতকালে অতুলনীয় দৃশ্য দেখতে পাওয়া যায়।

চিয়াং চিয়া চিয়েকে আজব দেশ বলা হয়। তা ছাড়া, চিয়াং চিয়া চিয়েও একটি স্পা গার্ডেনও । গরম স্প্রিংস উপভোগ করার সঙ্গে সঙ্গে এখানে প্রাকৃতিক দৃশ্যও উপভোগ করা যায়।

আচ্ছা, আমি এবং টুটুল বন্ধুদের জন্য আলাদা ৩টি চীন ও বাংলাদেশের সুন্দর দিবস-উপযুক্ত জায়গা শেয়ার করেছি, কিন্তু চীনের তিনটি জায়গা খুবই ঠাণ্ডা। সেজন্য আজকের টপিক অনুষ্ঠান শেষের আগে আরেকটি চীনের দিবস-পালিত-উপযুক্ত চীনা শহর পরিচয় করিয়ে দেবো, একটি উষ্ণ জায়গা, তা হলো চীনের দক্ষিণাঞ্চলের কুয়াং সি প্রদেশের ইয়াং সুও।

ইয়াং সুও হলো ২০১৪ সালে চীনের সবচেয়ে সুন্দর শহরের প্রথমটি। চীনের একটি কথা রয়েছে: Guilin landscape tops those elsewhere , and Yangshuo landscape tops that of Guilin।

ইয়াং সুও এর কেন্দ্রসমূহ অনেক: প্রজাপতি স্প্রিং, দশ মাইল গ্যালারি, সরল, শান্ত ও মনোরম সৌন্দর্যের নাটুকে ল্যান্ড ইত্যাদি। বসন্ত উত্সবে, আপনি নিরুদ্বেগভাবে পশ্চিমা রাস্তার কোনো এক দোকানে রৌদ্রস্নান করে বা লি নদীর তীরে দৃশ্য উপভোগ করুন। কি শান্তি, কি সুখ।

আচ্ছা বন্ধুরা, আশা করি আমাদের শেয়ারিং শোনার পর আপনারা ভবিষ্যতে এসব সুন্দর জায়গায় যেতে পারবেন, নতুন বছর শুরুর আগে একটি সুন্দর ছুটি উপভোগ করবেন।

'আজকের টপিক' অনুষ্ঠান এখানে শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। (জিনিয়া ওয়াং、টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040