বসন্ত উত্সবের রীতিনীতি
  2017-01-25 12:40:27  cri

 


চলতি বছর চীনের বসন্ত উত্সব আগামী ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। বসন্ত উত্সব চীনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। আজকের অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের বসন্ত উত্সবের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিকে। আজকের অনুষ্ঠানে আমরা বসন্ত উত্সবের রীতিনীতি সম্পর্কে আপনাদের সংক্ষেপে জানিয়ে দেবো। গত ২০ জানুয়ারি ছিল ছোট বসন্ত উত্সব বা সিয়াও নিয়ান। ওই দিনটিকে রন্ধন দেবতা দিবসও বলা হয়। চীনা চান্দ্রপঞ্জিকা অনুসারে এটি পুরাতন বছরের শেষ উত্সব। চীনাদের কাছে এই উত্সব হলো একটি বছরের শেষ এবং বসন্ত উত্সবের শুরু!

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040