বুলবুলের সুর: উইদিন ট্যাম্পটেশান -২
  2017-01-20 14:25:20  cri


সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের কেউ ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আগের সুরের ধারায় আমরা নেদারল্যান্ডসের সিমফনিক মেটাল ব্যান্ড উইদিন ট্যাম্পটেশানের গান শুনেছি। আশা করি আপনারা তা ভোলেননি। এই ব্যান্ডের রহস্যময় ও স্পষ্ট গান আপনাদের মনে গভীর ছাপ ফেলেছে, তাই না? আগের অনুষ্ঠানে আমি বলেছি যে, উইদিন ট্যাম্পটেশান অনেক চমত্কার গান শ্রোতাদের উপহার দিয়েছে; আমরা সেগুলোর মধ্য থেকে মাত্র কয়েকটি গত অনুষ্ঠানে প্রচার করেছি। চলুন আজকের অনুষ্ঠানেও শুনি ব্যান্ডটির আরো কয়েকটি সুন্দর ও জনপ্রিয় গান। শুরুতেই থাকছে 'আই উড গিভ মাই হার্ট' বা 'আমার মন তোমাকে দেব' শীর্ষক একটি গান। এর পরপরই শুনবেন 'সামহোয়ার' বা 'কোনো এক স্থানে' শীর্ষক একটি মিষ্টি গান।

(গান)

২০০০ সাল ছিল উইদিন ট্যাম্পটেশানের জন্য একটি সন্ধিক্ষণ। সে-বছর তাঁদের একটি অ্যালবাম 'মাদার আর্থ' বা 'পৃথিবী আমার মা' প্রকাশিত হয়।অ্যালবামের গান 'মাদার আর্থ' শুনলে আপনারা ব্যান্ডের গানে বৈচিত্র্যের প্রমাণ পাবেন। গানে পিয়ানো, স্কটল্যান্ড বাঁশি, কোরাসের সুর এবং ধ্রুপদী ঘরানার বৈশিষ্ট্য মিলেমিশে একাকার হয়েছে। গানটিতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র এবং ড্রামের ব্যবহারও লক্ষণীয়। চলুন আমরা শুনি এ-অ্যালবামের গান 'মাদার আর্থ'। এর পরপরই শুনবো 'আওয়ার ফেয়ারওয়েল' শীর্ষক আরেকটি গান।

(গান)

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তজাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায়। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের অনুষ্ঠানে আপনারা শুনছেন নেদারল্যান্ডসের ব্যান্ড 'উইদিন ট্যাম্পটেশান'-এর গান। এখন আপনাদের শোনাবো এ-ব্যান্ডের 'সি হু আই অ্যাম' বা 'দেখ আমি কে?' এবং 'অল আই নিড' বা 'শুধু যা চাই' শীর্ষক দুটি গান।

(গান)

বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। গানের ঝাপিটি তাই বন্ধ করতেই হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানেও আপনাদের 'উইদিন ট্যাম্পটেশান'-এর গান শোনাবো। এ-ব্যান্ডের গান নিয়ে সেটাই হবে আমাদের শেষ অনুষ্ঠান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040