ক্যানাডার প্যান্ক ব্যান্ড 'সাম ৪১'
  2017-01-19 17:03:13  cri


শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমি লিয়াং লি লিন লতা। আজকের সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে 'সাম ৪১' নামক একটি ক্যানাডার প্যান্ক ব্যান্ডকে পরিচয় করিয়ে দেব। ১৯৯৭ সালের গ্রীষ্মকালে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চারজন ছাত্র স্নাতক ডিগ্রি লাভের ৪১তম দিনে এ রক ব্যান্ড গঠন করে। তাই ব্যান্ডের নাম হয়েছে 'সাম ৪১'।

এখন শুনুন তাদের এ শক্তিশালি গানটি। আর গানটি হলো 'no reason'।

এ শক্তিশালি গানের পর এখন আপনারা শুনবেন 'সিম্পল প্ল্যানের' একটি মমতাময় প্রেমের গান: pieces। আশা করি এ গানটিও আপনাদের ভালো লাগবে।

'pieces' শোনার পর আমি আবারও তাদের আরেকটি গান আপনাদের শোনাব। সে গানটি হল, over my head মানে 'আমার মাথার উপর' এখন শুনুন তাহলে।

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমি লতা। আপনারা যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি বুধবারের সংগীতানুষ্ঠান শুনুন। এখন শুনুন 'সাম ৪১'-এর আরেকটি গান 'কিছু কথা'।

'সাম ৪১'-এর একটি বিখ্যাত গান with me অর্থাত্‌ আমার সংগে, এ গানটি নেয়া হয়েছে 'gossip girls' নামে মার্কিন টিভি সিরিজের থিম সং থেকে। আশা করি এ গানটিও আপনারা পছন্দ করবেন ।

আচ্ছা, বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে এসে আপনাদের শোনাব 'we are all to blame' গানটি। এ গানে 'সাম ৪১' বিশ্ব যুদ্ধের প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ এবং সেই সব মানুষদের নিন্দা করেছে। শুনুন গানটি।

আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। যদি আপনারা আরো সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে আমাদের কাছে চিঠি লিখুন। শোনার জন্য ধন্যবাদ।(লতা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040