সন্ত্রাসদমন বাহিনীর অভিযানে পাকিস্তানে জঙ্গি সংগঠনের নেতা নিহত
  2017-01-19 16:51:35  cri
জানুয়ারি ১৯: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত মঙ্গলবার দেশটির সন্ত্রাসদমন বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন লস্কর-ই-ঝাংভি (এলইজে)-র নেতাসহ ৪ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসদমন সংস্থার মুখপাত্র গতকাল (বুধবার) এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিরাপত্তা সংস্থায় হামলা চালানোর পরিকল্পনা করছিলো জঙ্গিরা। সন্ত্রাসদমন বাহিনী এ তথ্য পেয়ে লাহোরে যাওয়ার পথে জঙ্গিদের বাধা দেয়। এ সময় জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলে সন্ত্রাসদমন বাহিনী, কিন্তু জঙ্গিরা পালিয়ে যেতে যেতে সেনাদের উপর গুলিবর্ষণ করে। দু'পক্ষের গুলিবিনিময়ে ৪ জঙ্গি নিহত ৩ জন পালিয়ে যায়।

উল্লেখ্য, এলইজে ১৯৯০ দশকে প্রতিষ্ঠিত হয়। পাক সরকার ২০০১ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। পাকিস্তানের শিয়ামুসলিম ও বিদেশিদের ওপর হামলা চালিয়ে আসছে এলইজে। আইএসের সাথে এলইজের সম্পর্ক রয়েছে বলে মনে করে পাকিস্তানের নিরাপত্তা সংস্থা। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040