ডাব্লিউএইচও'র শুভেচ্ছাদূত হিসেবে ফেং লি ইউয়ানের কার্যমেয়াদ বৃদ্ধি
  2017-01-19 16:48:02  cri
জানুয়ারি ১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র যক্ষ্মা ও এইডসবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ানের কার্যমেয়াদ বৃদ্ধি হয়েছে।

এদিন সুইজারল্যান্ডের জেনিভায় ফেং লি ইউয়ানের মেয়াদ বৃদ্ধি উপলক্ষ্যে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় ডাব্লিউএইচও'র মহাপরিচালক মার্গারেট ছেন ফেংকে সম্মানসূচক পদক প্রদান করেন।

জাতিসংঘ এইডস কর্মসূচির নির্বাহী পরিচালক মিশেল সিদিবে সংস্থাটিতে বিশেষ অবদানের জন্য ফেংকে বিশিষ্ট পদক প্রদান করেন।

উল্লেখ্য, ফেং লি ইউয়ান ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা ও এইডসবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040