জাতিসংঘ মহাসচিব ও ৭১তম জাতিসংঘ সম্মেলনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করলেন চীনের প্রেসিডেন্ট
  2017-01-19 15:53:37  cri

জানুয়ারি ১৯: বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস ও ৭১তম জাতিসংঘ সম্মেলনের প্রেসিডেন্ট পিটার থমসনের সঙ্গে সাক্ষাত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

এ সময় প্রেসিডেন্ট সি জানান, চীন জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতি রক্ষা করবে। চীন বিশ্বশান্তি ও সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পিটার থমসন এবং জাতিসংঘ মহাসচিব বলেন, চীনের প্রেসিডেন্ট সি'র উত্থাপিত বেইজিংয়ের বহুপক্ষের সঙ্গে সহযোগিতার পথ অনুসরণের প্রস্তাব জাতিসংঘের বহুমুখী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে সারা বিশ্ব চ্যালেঞ্জের সম্মুখীন; তাই আন্তর্জাতিক সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘ চীনের সঙ্গে বিশ্বশান্তি ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়তে চায় এবং মানবজাতির সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে আগ্রহী।

(প্রকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040