চীনের ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার কর্মসংস্থান বাড়ানোর কার্যক্রম গৃহীত
  2017-01-19 14:37:35  cri
জানুয়ারি ১৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের গতকাল (বুধবার) এক স্থায়ী কর্মসভায় ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার কর্মসংস্থান বাড়ানোর কার্যক্রম গৃহীত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ কর্মসভায় সভাপতিত্ব করেন।

কর্মসভায় বলা হয়, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার সময় কর্মসংস্থান-নীতিমালা বাস্তবায়ন অগ্রাধিকারে রাখা উচিত। এ জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক: কর্মসংস্থান বাড়ানো, দুই: গণ নব্যতাপ্রবর্তনে উত্সাহ দেওয়া। তিন: বেকারদের সাহায্য করা। চার: বিভিন্ন মহলকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উত্সাহ দেওয়া।

কর্মসভায় আরও বলা হয়েছে, বিভিন্ন অর্থ বিভাগের উচিত দরিদ্র মানুষের মৌলিক জীবন-যাত্রা গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা। চীনের কেন্দ্রীয় কমিটির ররাদ্দকৃত অর্থ তাড়াতাড়ি সঠিকভাবে ব্যবহার করা হবে বলেও সভায় উল্লেখ করা হয়। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040