স্নোডেনের অবস্থানের মেয়াদ বাড়াবে রাশিয়া
  2017-01-19 11:15:07  cri

জানুয়ারি ১৯: যুক্তরাষ্ট্রের গোপন ইন্টারনেট নজরদারি কর্মকাণ্ডের তথ্য প্রকাশক এডওয়ার্ড স্নোডেনের রাশিয়ায় অবস্থানের মেয়াদ আরো তিন বছর বাড়াবে রুশ সরকার। স্নোডেনের আইনজীবী অ্যানাতরি কুচেরেনা গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ায় স্নোডেনের অবস্থানের অনুমতির মেয়াদ ২০১৭ সালে শেষ হবে। আইন অনুযায়ী, রাশিয়ায় ৫ বছর বা তার বেশি সময় অবস্থান করলে দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। ২০১৪ সালে স্নোডেন রাশিয়ায় অবস্থানের অনুমোদন পান।

উল্লেখ্য, মার্কিন নাগরিক স্নোডেন ২০১৩ সালের জুন মাসে তথ্যমাধ্যমের কাছে যুক্তরাষ্ট্রের গোপন ইন্টারনেট নজরদারি কর্মকাণ্ডের তথ্য ফাঁস করে দেন। তারপর মার্কিন সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি রাশিয়ায় গিয়ে আশ্রয় নেন। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040