জেনিভায় প্যালেস অব নেশন্সে প্রেসিডেন্ট সি'র ভাষণ
  2017-01-19 10:27:02  cri
জানুয়ারি ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) সুইজার‍ল্যান্ডের জেনিভায় প্যালেস অব নেশন্সে 'সম্মিলিতভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা' শীর্ষক এক ভাষণ দেন। এতে তিনি সার্বিক ও গভীরভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা তুলে ধরেন। ভাষণে সংলাপের মাধ্যমে উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতা চালিয়ে স্থায়ী শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ, দূষণমুক্ত ও সুন্দর বিশ্ব গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন সি চিন পিং। এ নিয়ে শুনবেন আজকের সংবাদ পর্যালোচনা।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন,চীন সার্বভৌমত্বের সমতায় অবিচল থাকে। তিনি বলেন,

'আমাদের আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত্। এক দেশের আধিপত্য বা বহুপক্ষের যৌথ পরিচালনা কখনও মেনে নেওয়া যাবে না। বিভিন্ন দেশের সম্মিলিতভাবে বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করা উচিত্। বিভিন্ন দেশের উচিত্ আন্তর্জাতিক নিয়ম প্রণয়ন করা এবং বিশ্বের ইস্যু মোকাবিলা করা। তা ছাড়া, বিভিন্ন দেশের উচিত্ উন্নয়নের ফলাফল ভাগাভাগি করা।'

প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক সমাজের অংশীদারিত্বের সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় ও প্রাকৃতিক পরিবেশ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নানা প্রচেষ্টা চালানো উচিত্। তিনি বলেন,

'সংলাপ ও আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তিপূর্ণ একটি বিশ্ব গড়ে তোলা যাবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে তোলা যাবে একটি নিরাপদ বিশ্ব। সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ একটি বিশ্ব গড়ে তোলা যাবে। বিনিময় ও পরস্পরের কাছ থেকে শেখার মাধ্যমে উন্মুক্ত ও সহনশীল বিশ্ব গড়ে তোলা যাবে এবং গ্রিন নিম্ন কার্বন মেনে চলে গড়ে তোলা যাবে দূষণমুক্ত ও সুন্দর একটি বিশ্ব।'

তা ছাড়া, ভাষণে প্রেসিডেন্ট সি চীনের নীতিমালায় চারটি 'অপরিবর্তনীয়' সংকল্প তুলে ধরেন। তিনি বলেন,

'অনেকে চীনের নীতিমালার ওপর দৃষ্টি রাখেন। এ নিয়ে আন্তর্জাতিক সমাজে অনেক আলোচনাও আছে। এখানে আমি স্পষ্টভাবে সবার কাছে বিষয়টি তুলে ধরতে চাই। প্রথমত, চীনের বিশ্ব শান্তি সুরক্ষার সংকল্প পরিবর্তিত হবে না। দ্বিতীয়ত, চীনের অভিন্ন উন্নয়নকে বেগবানের সংকল্প পরিবর্তিত হবে না। তৃতীয়ত, চীনের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার সংকল্প পরিবর্তিত হবে না। চতুর্থত, চীনের বহুপক্ষবাদকে সমর্থনের সংকল্প পরিবর্তিত হবে না।'

ভাষণের শেষে প্রেসিডেন্ট সি বলেন, চীন হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্যদেশ। সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরানের পরমাণু সমস্যা ও সিরিয়াসহ বিভিন্ন তপ্ত সমস্যার সংলাপ ও আলোচনায় অংশ নিয়ে আসছে এবং রাজনৈতিক উপায়ে এসব সমস্যা মোকাবিলায় নিজ অবদান রেখে আসছে। ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন। তিনি বলেন,

'চীন দৃঢ়ভাবে জাতিসংঘের আন্তর্জাতিক ব্যবস্থা,জাতিসংঘের প্রভাবশালী মর্যাদা এবং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন করে। চীন-জাতিসংঘ শান্তি ও উন্নয়ন তহবিল ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীনের অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে বহুপক্ষবাদকে চীনের সমর্থনের মাত্রাও দিন দিন বেড়ে যাবে।'

সম্মেলনের পর প্রেসিডেন্ট সি এবং তার স্ত্রী জাতিসংঘ জেনিভা সদরদফতরে চীনের উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040