অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার যথেষ্ট সামর্থ্য রয়েছে চীনের: মার্কিন অর্থ মন্ত্রণালয়
  2017-01-18 18:34:49  cri
জানুয়ারি ১৮: অর্থনৈতিক কাঠামো পরিবর্তন এবং ধারাবাহিক চ্যালেঞ্জের মুখমুখি চীন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলার যথেষ্ট সামর্থ্য রয়েছে চীন সরকারের। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী নাথান সিট গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, চীনের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন হচ্ছে। আমদানি ও বিনিয়োগের ওপর চীনের নির্ভরতা কমেছে এবং আভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করছে। পাশাপাশি চীন আর্থিক নীতি প্রণয়নের স্বচ্ছতা উন্নত করেছে ও মুদ্রা বিনিময় নীতির সংস্কার জোরদার করেছে।

তিনি আরও বলেন, চীনের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন প্রক্রিয়ায় অগ্রগতি অর্জিত হয়েছে। যদি যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে উচ্চ মানদণ্ডের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে, তাহলে চীনের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন জোরদার হবে এবং দু'দেশের সহযোগিতা বাড়বে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040