সুর ও বাণী: ২০১৬ সালের টেলিভিশন নাটকের গান
  2017-01-18 16:51:07  cri


২০১৬ সালে চীনের টেলিভিশন চ্যানেলগুলোতে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। এসব নাটকের মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয় হয় এবং নাটকের ঘটনা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনাও হয়। চলচ্চিত্র তারকাদের তুলনায় টিভি নাটকের অভিনেতা ও অভিনেত্রীদের অনেক কাছের মনে করেন দর্শকরা। তারা নাটকে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং দর্শকদের সামনে নিজের আসল রূপ তুলে ধরেন। এতে আরও বেশি জনপ্রিয় হন তারা। তা ছাড়া ওয়েবসাইটেও প্রায় প্রতিদিন তাদের নানা খবরাখবর পাওয়া যায়।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন লিউ থাও নামে এক অভিনেত্রীর গাওয়া 'কথায় যায় না বলা' নামের গান। এ গানটি 'আনন্দের গীতিকাব্য' টিভি নাটকের গান। রিউ থাও এ নাটকে আন্ডি নামধারী এক কোম্পানির ঊর্ধ্বতন ব্যবস্থাপকের চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

'আনন্দের গীতিকাব্য' আনাই-এর রচিত উপন্যাস থেকে রূপান্তরিত এক টেলিভিশন নাটক। এ নাটকে শাংহাইয়ের আবাসিক এলাকার সুউচ্চ অট্টালিকার ২২ তলায় থাকা পাঁচ তরুণীর জীবন, চাকরি ও প্রেমের ঘটনা বর্ণিত হয়েছে। তারা নিজের অতীত অভিজ্ঞতা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পর পর এ ভবনে এসে থেকেছেন। এ নাটকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদের পরিশ্রম এবং বর্তমান চীনের নারীদের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। এ নাটক থেকে চীনের শহরাঞ্চলের নারীদের জীবনের নানা দিক জানা যায়। এ নাটককে প্রেমের নাটকও বলা যায়। এই পাঁচ নারী চরিত্রের সঙ্গে বিভিন্ন পুরুষকে দেখা যায়। নাটকটি কর্মজীবনের বিভিন্ন দিকও নির্দেশ করে। এই পাঁচ মেয়ে অফিসে নানা সমস্যার মুখোমুখি হয়। যা দেখে নারী দর্শকরা উপকৃত হতে পারে। ভালো দিক হলো প্রধান চরিত্রগুলোর মধ্যে ভুল-ত্রুটি আছে, তাদের শিক্ষার পটভূমি, পরিবারের আর্থিক অবস্থাও ভিন্ন, তবে তারা সবাই সক্রিয় জীবনযাপন করে, পরিশ্রম করে এবং পরস্পরকে ভালোবাসে। নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এ নাটকটি ২০১৬ সালে টেনসেন্টের নির্বাচিত বার্ষিক সেরা টিভি নাটকের পুরস্কার পেয়েছে।

বন্ধুরা, এবার শুনুন এ নাটকের আরেকটি গান। গানের নাম 'সুখ তোমার অপেক্ষায়'। নাটকে পাঁচ অভিনেত্রী একসাথে গানটি গেয়েছেন।

বন্ধুরা, বর্তমানে চীনের টেলিভিশন চ্যানেলে প্রাচীনকালের গল্প নিয়ে অনেক নাটক প্রচারিত হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে 'মিং রাজবংশের রাজকুমারী চিকিত্সক' নামের নাটক শাংহাই ও চিয়াংসু প্রদেশের টেলিভিশনে প্রচারিত হয়। ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে। মিং রাজবংশের আমলে থান ইয়ুন সিয়ান নামে এক নারী ডাক্তার চিকিত্সাবিদ্যায় বেশ আগ্রহী ছিলেন। তিনি নানা কঠিন পরিস্থিতি পার হয়ে চিকিত্সা বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং চীনের জাতীয় পর্যায়ের বিখ্যাত চিকিত্সক হন।

বন্ধুরা, শুনুন এ নাটকের একটি গান। গানের নাম 'ভুলে যাওয়ার আগে'। গেয়েছেন সুই চিয়া ইং।

বন্ধুরা, চীনের মিং রাজবংশে নারীদের সামাজিক মর্যাদা ছিল খুব কম। তখন নারীরা চিকিত্সক হতে পারত না। নারী রোগীরা ব্যক্তিগত সমস্যার চিকিত্সা না পেয়ে অনেক কষ্ট পেতেন। থান ইয়ুন সিয়ানের পরিবারের পূর্বপুরুষরা রাজপরিবারের চিকিত্সক ছিলেন। থান ইয়ুন সিয়ান ছোটবেলা থেকেই তার দাদির কাছে চীনের ঐতিহ্যবাহী চিকিত্সার জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি চিকিত্সক হয়ে মানুষের প্রশংসা ও সমর্থন পান। কিন্তু প্রাচীনকালের সামন্ততান্ত্রিক নৈতিকতা ভেঙ্গে নারী ডাক্তার হওয়া ছিল অনেক কঠিন। তবে শেষ পর্যন্ত তিনি সফল হন। তিনি মানুষের শরীরের কষ্ট কমানো থেকে আত্মিক উন্নতি, প্রাণ বাঁচানো থেকে দেশ রক্ষার কাজে অংশ নেন। তার অক্লান্ত প্রচেষ্টায় চীনা চিকিত্সাবিদ্যার প্রচার হয়েছে এবং দেশজুড়ে বিখ্যাত নারী ডাক্তারের সম্মান পেয়েছেন।

বন্ধুরা, 'মিং রাজবংশের রাজকুমারী চিকিত্সক' টেলিভিশন নাটকের আরেকটি গান শুনুন। গানের নাম 'সে দিন পর্যন্ত'। গেয়েছেন লিউ সি জুন।

বন্ধুরা, সুন হোং লেই চীনের একজন জনপ্রিয় অভিনেতা। তার চোখ দু'টি খুব ছোট, মুখ অপেক্ষাকৃত বড়। দেখতে লম্বা ও শক্তিশালী। দেখে তেমন বুদ্ধিমান মনে হয়না। গত কয়েক বছর তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটকে চমত্কার অভিনয় করায় বহু দর্শকের মন জয় করেছেন। ২০১৬ সালের মে মাসে তার অভিনীত 'ভালো পুরুষ' নামের টেলিভিশন নাটকটি চীনের সিয়াং সু, চে চিয়াং আর শান তোং প্রদেশের টেলিভিশন নাটকে প্রচারিত হয়। এ নাটকে তিনি যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁর প্রধান পাচকের ভূমিকায় অভিনয় করেন। নাটকে তার নাম 'লু ইউয়ান'।

বন্ধুরা, শুনুন এ নাটকের একটি গান, গানের নাম 'লু ইউয়ান'। অর্থাত প্রধান পাচকের নামেই সে গান।

টেলিভিশন নাটক 'ভালো পুরুষ' তৈরিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। শুটিংয়ের সরঞ্জাম ও শৈলী উভয় শহরের সবচেয়ে ফ্যাশনেবল জীবনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। নাটকের প্রধান চরিত্র লু ইউয়ান (陆远) তার সাবেক স্ত্রী কান চিংয়ের (甘敬) সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন যে, অতীত হারিয়ে গেছে। দম্পতি হওয়ার চেয়ে বন্ধু হওয়াই সবচেয়ে ভালো। এ সময় 'তাকে ভুলে যাও' গানটি শোনা যায়। গানটি গেয়েছেন সিনচিয়াংয়ের উইগুর জাতির গায়ক পার্হাতি। তিনি গেয়েছেন, 'তাকে ভুলে যাওয়া, একটি ফুলকে ভুলে যাওয়ার মতো, কাঁদানো যৌবনকে ভুলে যাওয়ার মতো, হাস্যোজ্জ্বল সময়কে ভুলে যাওয়ার মতো।'

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুর ও বাণী আসর শুনছেন। এতক্ষণ আপনাদের শুনিয়েছি ২০১৬ সালে প্রচারিত কয়েকটি টেলিভিশন নাটকের গান। অনুষ্ঠানের শেষে শুনুন 'হাসি হলো সব' নামের গান। এ গানটি একই নামের একটি টেলিভিশন নাটকের গান। এ নাটকে এক রোমান্টিক প্রেমের গল্প বলা হয়েছে।

প্রিয় বন্ধুরা, সুর ও বাণী আসর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040