বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, সহযোগিতা ও উন্নয়নের নতুন পদ্ধতি প্রণয়ন জোরদার করতে হবে: দাভোসে সি চিন পিং
  2017-01-18 15:28:51  cri

জানুয়ারি ১৮: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে এক ভাষণে প্রেসিডেন্ট সি দৃঢ়ভাবে বিশ্ব অর্থনীতির বিশ্বায়ন এগিয়ে নিয়ে যাওয়ার ধারণা তুলে ধরেন। তিনি আরো বলেন, বিশ্ব অর্থনীতির বিশ্বায়ন খুবই গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি পদ্ধতি, একটি উন্মুক্ত ও উইন-উইন সহযোগিতামূলকব্যবস্থা, একটি ন্যায্য ও যুক্তিসংগত অর্থনৈতিক সুশাসনব্যবস্থা এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন,

'আজ আমি অর্থনীতির বিশ্বায়ন দিয়ে আজকের ভাষণ শুরু করতে চাই। বিশ্বের অর্থনীতির ওপর আমার ধারণা শেয়ার করবো'।

ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট সি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু অর্থাত্ অর্থনীতির বিশ্বায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ ফেলেছে। কিন্তু এ চাপের কারণ অর্থনীতির বিশ্বায়ন নয়। আমাদের উচিত নিজ দেশের বৈশিষ্ট্য সমন্বিত করে সংকট সমাধান করা।

বিশ্ব অর্থনীতির বিশ্বায়নে সমন্বয় দরকার, যাতে বিভিন্ন দেশ, বিভিন্ন পর্যায়ের মানুষ অর্থনৈতিক বিশ্বায়নের উপকার ভোগ করতে পারে।

তিনি বলেন,

'বিশ্ব একটি অর্থনৈতিক সাগর, কেউ অংশ বা অংশ নয়, তা সেখানে পড়ে থাকে। আমরা এ বিশাল বিশ্বায়নের সাগর এড়িয়ে চলতে পারি না। কোনো কোনো মানুষ বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবাহ, প্রযুক্তি প্রবাহ, প্রতিভা প্রবাহ বন্ধ করে এ বিশ্বের অর্থনৈতিক সাগর এক একটি ছোট নদী দ্বারা বিভক্ত করতে চায়, তা অসম্ভব, এবং তা ইতিহাস উন্নয়নের প্রবণতার সঙ্গেও সামঞ্জস্যহীন'।

বর্তমানে সবচেয়ে জরুরি কর্তব্য হলো বিশ্বকে অর্থনীতির সংকট থেকে মুক্ত করা। সেজন্য নবায়ন ও উদ্ভাবন এবং একটি উন্মুক্ত ও উইন-উইন সহযোগিতামূলক পদ্ধতি খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন,

'আমাদের উচিত দৃঢ়ভাবে একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি উন্নয়ন করা। তা ছাড়া বৈশ্বিক আন্ত:যোগাযোগ জোরদার করে বিশ্বের বিভিন্ন দেশের এক সঙ্গে সমৃদ্ধি বাস্তবায়ন করা। বাণিজ্য সংরক্ষণ শুধু নেতিবাচক প্রভাব আনবে'।

ভাষণে প্রেসিডেন্ট সি আরেকবার চীনের উন্নয়ন পথের পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, চীনা জনগণ জানেন একটি জনবহুল দেশ হিসেবে উন্নয়নের জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম। চীনের উন্নয়ন বিশ্বের উপর নির্ভর করে, আর বিশ্বের উন্নয়নেও চীনকে দরকার। সি বলেন,

'চীনের উন্নয়ন বিশ্বের সুযোগ। চীন হলো বিশ্ব অর্থনীতির বিশ্বায়নের সুবিধাভোগী, একই সঙ্গে এর অবদানকারীদেশ। দেশের সমৃদ্ধি বাস্তবায়ন পথে নানা ধরণের কষ্টের কথা গভীরভাবে জানেন চীনা জনগণ। সেজন্য বিভিন্ন দেশের অর্জিত উন্নয়নে চীনের সমর্থন ও প্রার্থনা রয়েছে। আমরা আশা করি প্রতিটি দেশের জনগণ আরো ভালোভাবো জীবন কাটাবেন, কিন্তু একই সঙ্গে অন্য দেশের উন্নয়নে তাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা দরকার'।

প্রেসিডেন্ট সি আরো বলেন, চলতি বছরের মে বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক আন্তর্জাতিক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশীদারি দেশের সঙ্গে আন্তরিক আলোচনা এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা করা হবে। 'এক অঞ্চল, এক পথ' বিষয়ক এই সম্মেলন বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040