চীনের আনন্দময় বসন্ত উত্সব উপলক্ষ্যে ঢাকায় সাংস্কৃতিক পরিবেশনা
  2017-01-18 12:14:41  cri
জানুয়ারি ১৮: সম্প্রতি ২০১৭ সালে চীনের আসন্ন বসন্ত উত্সব উপলক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় চীনের হোনান প্রদেশের শিল্পীদলের 'আনন্দময় বসন্ত উত্সব' নামের সাংস্কৃতিক পরিবেশনা ।

বাংলাদেশে নিযুক্ত চীনা অস্থায়ী রাষ্ট্রদূত ইয়াং শি ছাও, বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এবং বিভিন্ন মহলের ৫০০ জন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিনন্দনবাণীতে বলেন, বাংলাদেশ ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের, ২০১৭ সাল 'বাংলাদেশ-চীন মৈত্রী বর্ষ',তা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ।

অস্থায়ী রাষ্ট্রদূত ইয়াং বলেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চীন-বাংলাদেশ মৈত্রী বর্ষের উন্মোচন করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের কাছে চীনা জনগণের আন্তরিক শুভকামনা পাঠানো হয়েছে। চীন বাংলাদেশের সাথে 'চীনা স্বপ্ন' আর 'সোনার বাংলা স্বপ্ন' বাস্তবায়নে ঘনিষ্ঠ সহযোগিতা করবে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040