ইউরোপীয় জনগণ নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে: মার্কেল
  2017-01-18 12:10:15  cri
জানুয়ারি ১৮: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইউরোপীয় জনগণ নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। গত সোমবার বার্লিন সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশের সাথে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।

এ কথার মাধ্যমে সম্প্রতি মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে সমালোচনার প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ভবিষ্যতে কিভাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে তা নিয়ে মার্কেল বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা নিয়ে তার মতামত সর্বজনীন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর জার্মান সরকার মার্কিন সরকারের সাথে সহযোগিতা করবে, তবে এর সঙ্গে সঙ্গে পরস্পরের অবস্থানও পর্যবেক্ষণ করা হবে।

মার্কেল আরো বলেন, ভবিষ্যতে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হবে ইইউ। যেমন সন্ত্রাসবাদের ওপর আঘাত, সীমান্তে নিরাপত্তা রক্ষা, ইইউ'র নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজার ও কর্মসংস্থান নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি। অর্থনৈতিক প্রাধান্য, কার্যকর নির্বাহী সংস্থা ও ২১ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন খাতে ইইউ'র সদস্যদেশের সহযোগিতা গভীরতর করা উচিত বলেও উল্লেখ করেন তিনি ।

শরণার্থীনীতি ও সন্ত্রাসবাদ নিয়ে তিনি বলেন, সন্ত্রাসদমন বৈশ্বিক সম্মুখীন সমস্যা, তবে সন্ত্রাসবাদ ও শরণার্থী ইস্যু আলাদাভাবে দেখতে হবে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040