দাভোসে সি চিন পিং ও মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক
  2017-01-18 11:26:28  cri

জানুয়ারি ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের দাভোসে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বাইডেনের মাধ্যমে প্রেসিডেন্ট ওবামার প্রতি তার শুভ কামনা জানান। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়ন ‌এবং দু'দেশের জনগণের যোগাযোগ ও মৈত্রীতে বাইডেনের অবদানের জন্য সি চিন পিং প্রশংসা করেন।

প্রেসিডেন্ট সি বলেন, চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৮ বছরে কিছু সমস্যা হলেও দু'দেশের সম্পর্ক উন্নত হয়েছে। বিশেষ করে তিন বছর আগে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র 'বড় দেশ' সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে মতৈক্যে পৌঁছানোর পর দু'পক্ষের অভিন্ন চেষ্টায় দু'দেশের সম্পর্ক সঠিক দিকে উন্নয়ন হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও মাথাপিছু লেনদেনও নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-যুক্তরাষ্ট্র ও বিশ্ব জনগণের মৌলিক স্বার্থে বেইজিং ও ওয়াশিংটনের যৌথ প্রচেষ্টা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীল সম্পর্ক প্রয়োজন।

জবাবে বাইডেন সি চিন পিংয়ের প্রতি প্রেসিডেন্ট ওবামার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নে সি চিন পিংয়ের চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। দু'দেশের উন্নয়ন ও সমৃদ্ধি বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দু'দশ অব্যাহতভাবে পারস্পরিক আস্থা জোরদার ও সহযোগিতা সম্প্রসারণ করবে বলে আশা করেন তিনি। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040