নাইজেরিয়ায় ভুল বিমান হামলায় নিহত ৫২, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে বোকো হারাম
  2017-01-18 11:18:15  cri
জানুয়ারি ১৮: নাইজেরিয়ার সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে চরমপন্থি সংস্থা বোকো হারামের বিরুদ্ধে হামলা চালানোর সময় ভুল করে এক শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে। এতে ৫২জন নিহত এবং ১২০জন আহত হয়েছে। একই দিন বোকো হারাম সম্প্রতি মাইদুগুরির এক বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে।

নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ভুল হামলায় হতাহতদের মধ্যে রয়েছে নাইজেরিয়ার সামরিক বাহিনীর সদস্য, রেড ক্রিসেন্টের কর্মী, এমএসএফয়ের কর্মী ও নিরীহ মানুষ।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ভুল হামলায় শোক প্রকাশ করেছেন। জনগণ সংযম বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই দিন বোকো হারাম এক অডিওবার্তায় গত ১৬ জানুয়ারি সকালে মাইদুগুরির এক বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় ১জন অধ্যাপক ও ৪জন শিক্ষার্থীসহ ৫জন নিহত এবং ১৫জন আহত হয়। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040