দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনে সি চিন পিংয়ের মূল ভাষণ
  2017-01-18 10:44:34  cri

জানুয়ারি ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের ২০১৭ সালের বার্ষিক সম্মেলনে মূল ভাষণে বলেন, বিশ্ব অর্থনীতির বিশ্বায়ন সাধনে অবিচল, ইতিবাচক প্রবৃদ্ধির উপায় আবিষ্কার এবং উন্মুক্ত ও উভয়ের উপকারিতামূলক সহযোগিতার পদ্ধতি সৃষ্টি করতে হবে। পাশাপাশি মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠা, অভিন্ন দায়িত্ব পালন এবং বৈশ্বিক উন্নয়ন বেগবানের জন্য প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, অর্থনীতির বিশ্বায়ন বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির জন্য শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে এবং পণ্য ও বিনিয়োগের বিনিময়, বিজ্ঞান-প্রযুক্তি ও সভ্যতার অগ্রগতি এবং বিভিন্ন দেশের লোকজনের আদান-প্রদান জোরদার করেছে।

সি চিন পিং আরও বলেন, আমাদের উচিত নব্যতাপ্রবর্তনের মাধ্যমে ইতিবাচক প্রবৃদ্ধির পদ্ধতি বজায় রাখা এবং উন্মুক্তকরণ ও উভয়ের উপকারিতামূলক সহযোগিতার পদ্ধতি সৃষ্টির পাশাপাশি সময়ের গতিতে ন্যায়সংগত ও সমতাসম্পন্ন প্রশাসন পদ্ধতি সৃষ্টি করা।

'এক অঞ্চল, এক পথ' কৌশল প্রসঙ্গে সি চিন পিং বলেন, এ কৌশল উত্থাপিত হওয়ার ৩ বছরে ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এতে ইতিবাচক সাড়া দিয়েছে এবং ৪০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। 'এক অঞ্চল, এক পথ' সারা বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে বলেও উল্লেখ করেন তিনি। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040