ইইউ ত্যাগ করায় ব্রিটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে: আইএমএফ
  2017-01-17 18:12:06  cri
জানুয়ারি ১৭: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ত্যাগ করলে ব্রিটেনের অর্থনীতি ও উত্পাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। সংস্থার প্রধান অর্থনীতিবিদ মাউরাইস ওবস্টফেল্ড গতকাল (সোমবার) এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে ব্রিটেনের ইইউ ত্যাগের পরিকল্পনায় অনিশ্চয়তা রয়েছে। আসলে ব্রিটিশ অর্থনীতির একটা বড় অংশ ইইউ'র বাজারের সঙ্গে যুক্ত। ইইউ ত্যাগ করলে ব্রিটেনের অর্থ-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। ব্রিটেনের শ্রমশক্তির ইউরোপে প্রবেশ সীমাবন্ধ করা হবে। এটি ব্রিটিশ অর্থনীতি উন্নয়নে সহায়ক হবে না।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040