বার্নে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সুইস প্রেসিডেন্ট দোরিস লিউথার্ডের বৈঠক
  2017-01-17 14:27:29  cri
জানুয়ারি ১৭: সুইজার‍ল্যান্ডের বার্নে গতকাল (সোমবার) চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সুইস প্রেসিডেন্ট দোরিস লিউথার্ড এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু'নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করে উন্মুক্ত ও সহনশীল তত্ত্ব ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন স্বার্থ অর্জনে অবিচল থাকার বিষয়ে একমত হন। তারা বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা গভীরতর এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করেন।

সি চিন পিং বলেন, ভিন্ন সামাজিক ব্যবস্থা, ভিন্ন উন্নয়নের অবস্থা আর ছোট ও বড় দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। গত বছর দু'দেশ নব্যতাপ্রবর্তন ও কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থাপন করেছে, তা দু'দেশের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুইস সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে প্রচেষ্টা চালাতে বেইজিং ইচ্ছুক বলেও জানান তিনি।

বৈঠকে দু'নেতা দু'দেশের পরিকল্পনা ও মেধা যুক্ত করে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা বাস্তবায়ন করার বিষয়ে একমত হন ।

চীন-সুইস অবাধ বাণিজ্য চুক্তি চালু করে বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, অর্থ ও বীমাসহ বিভিন্ন সহযোগিতা সম্প্রসারণ এবং 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে সহযোগিতা জোরদার করা হবে বলেও জানান তারা।

তা ছাড়া, দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারের বিষয়ে একমত হন। ২০১৭ সালকে দ্বিপাক্ষিক পর্যটন বর্ষ হিসেবে আখ্যায়িত করেন তারা। এ ছাড়া, ২০২২ সালে চীনের উদ্যোগে শীতকালীন অলিম্পিক গেমসের সুযোগ কাজে লাগিয়ে দু'দেশের ক্রীড়া সহযোগিতায় উন্নয়ন করার বিষয়েও রাজি হন দু'নেতা। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040