বার্নে সি চিন পিং ও দোরিস লিউথার্ডের সঙ্গে সুইস অর্থনৈতিক মহলের প্রতিনিধিদের সাক্ষাত্
  2017-01-17 14:26:24  cri
জানুয়ারি ১৭: সুইস অর্থনৈতিক মহলের প্রতিনিধিরা গতকাল (সোমবার) বার্নে সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও সুইস প্রেসিডেন্ট দোরিস লিউথার্ডের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে সি জোর দিয়ে বলেন, চীনের উন্নয়ন বিশ্বের উপর নির্ভর করে এবং বিশ্বের সমৃদ্ধিতেও চীনকে প্রয়োজন। অর্থনীতির স্থিতিশীল ও স্বাস্থ্যকর প্রবৃদ্ধি বাস্তবায়নে আশাবাদী বেইজিং। চীনা জনগণের আরো বেশি কল্যাণ বয়ে আনার সাথে সাথে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক অবদান রাখবে চীন। অর্থ ও বীমা, পরিবেশ সংরক্ষণ, জ্বালানিসম্পদ, খাদ্যদ্রব্য ও ওষুধসহ বিভিন্ন খাতে উন্নত প্রযুক্তি ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে সুইজারল্যান্ডের, তা চীনের কৌশলগত অংশীদারে হবে। বর্তমানে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ করে দু'পক্ষ অবকাঠামো নির্মাণ, অর্থ ও ধারণক্ষমতায় সহযোগিতা করতে সক্ষম।

সি আরো বলেন, স্বাধীন ও উন্মুক্ত আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় চীন ও সুইজারল্যান্ডের অভিন্ন স্বার্থ রয়েছে।দু'দেশের অর্থনৈতিক মহল যৌথভাবে সমান ও পারস্পরিক কল্যাণের জন্য চেষ্টা করে এবং যে কোনো ধরনের বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করে, যাতে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় সহায়তা দেওয়া যায়।

লিউথার্ড বলেন, সুইজারল্যান্ডের বৈদেশিক অর্থনীতি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থান অধিকার করে এশিয়া। চীন এর মধ্যে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনের সম্পূর্ণ বাজার অর্থনীতির অবস্থানকে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড এবং চীনের সাথে বিভিন্ন সহযোগিতা সম্প্রসারণে পরিস্থিতি ও সুবিধা প্রদান করবে তার দেশ। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040