পূর্ব ইউক্রেনে এখনো বিক্ষিপ্ত গুলি বিনিময় হচ্ছে: ওএসসিই
  2017-01-17 13:29:47  cri
জানুয়ারি ১‌৭: পূর্ব ইউক্রেনে এখনো বিক্ষিপ্ত গুলি বিনিময় হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই)-র বিশেষ প্রতিনিধি মার্টিন সাজদিক। গতকাল (সোমবার) বেলারুশের রাজধানী মিনস্কে তিনি এ কথা জানান।

বেলারুশের স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সোমবার ইউক্রেন সংক্রান্ত তিন-পক্ষীয় সম্মেলন মিনস্কে চলতি বছরের প্রথম দফা আলোচনা শেষ করেছে। গত বছরের ২১ ডিসেম্বর আলোচনায় সংশ্লিষ্ট পক্ষ ২৪ তারিখে পুরোপুরি যুদ্ধবিরতি হওয়ার বিষয়ে একমত হয়। কিন্তু সংঘর্ষে যুক্ত দু'পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয় নি, বিক্ষিপ্ত গুলি বিনিময় এখনো থামে নি, এবং ভারি অস্ত্রও ব্যবহৃত হচ্ছে।

কিন্তু দুই দিক থেকে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সাজদিক। এক দিকে লুগানস্ক রাজ্যের পানি ও বিদ্যুত সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। দুই, জিম্মি বিনিময়ের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। গত বছর ইউক্রেন সরকার ১৫জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং সরকার-বিরোধী জঙ্গির হাতে ৩জন মুক্তি পেয়েছে।

পরবর্তী তিন-পক্ষীয় আলোচনা আগামী ১ ফেব্রুয়ারি মিনস্ক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040