সুইস ন্যাশনাল কাউন্সিল ও কাউন্সিল অব স্টেটসের স্পিকারদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক
  2017-01-17 11:22:29  cri
জানুয়ারি ১‌৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বার্নে সুইজারল্যান্ডের ইউনাইটেড ফেডারেল অ্যাসেম্বলির ন্যাশনাল কাউন্সিলের স্পিকার গেরহার্ড স্টেল এবং কাউন্সিল অব স্টেটসের স্পিকার বিশোফবার্গারের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে চীনা প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাতীয় গণকংগ্রেস এবং সুইজারল্যান্ডের ইউনাইটেড ফেডারেল অ্যাসেম্বলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে। তা দু'দেশের সম্পর্ক সুষ্ঠু উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দু'দেশের মধ্যে অবাধ বাণিজ্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় ইউনাইটেড অ্যাসেম্বলির ইতিবাচক ভূমিকার চীন মূল্যায়ন করে। দু'দেশের আইন প্রণয়ন সংস্থার মধ্যে আইনগত ব্যবস্থা গঠন ও দুর্নীতি দমনের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করা উচিত বলে তিনি মনে করেন।

গেরহার্ড স্টেল ও বিশোফবার্গার জানান, চীন ইতোমধ্যে সুইজারল্যান্ডের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু'দেশের মধ্যে ২০টিরও বেশি আলোচনা কাঠামো ব্যবস্থা রয়েছে। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য, শিক্ষা ও জ্বালানি ক্ষেত্রে এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা করতে ইচ্ছুক সুইজারল্যান্ড।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040