নরওয়েতে পৌঁছেছে ৩০০ জন মার্কিন মেরিন সেনা
  2017-01-17 10:10:08  cri

জানুয়ারি ১৭: ৩০০জন মার্কিন মেরিন সেনা গতকাল (সোমবার) নরওয়েতে পৌঁছেছে বলে জানিয়েছে নরওয়ে জাতীয় টেলিভিশন স্টেশন।

খবরে বরা হয়, এসব সেনা মার্কিন নর্থ ক্যারোলিনা রাজ্যের লেজেউন ক্যাম্প থেকে এসেছে। ইতোমধ্যে নরওয়েতে ৩০ জন মার্কিন সেনা অবস্থান করায় বর্তমানে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জন।

পরিকল্পনা অনুযায়ী, এসব সেনা শীতকালীন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়ে প্রশিক্ষণ নেবে এবং মার্চে নরওয়ে ও ব্রিটেন বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারি থেকে নরওয়েতে পর্যায়ক্রমে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে গত অক্টোবর এক ঘোষণায় জানায় নরওয়ে সরকার। এই ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশি বাহিনীকে নরওয়েতে থাকার অনুমতি দেয়া হয়। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040