আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে ফিলিপিন্সের প্রতি চীনের সমর্থন
  2017-01-16 18:49:30  cri
জানুয়ারি ১৬: আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে ফিলিপিন্সের প্রতি সমর্থন জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ সমর্থন জানান।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গতকাল (রোববার) এ সংক্রান্ত এক অনুষ্ঠানে বলেন, তার দেশ আসিয়ানের ধারণা ও মূল্যবোধে অটল থাকবে এবং অভিন্ন লক্ষ্য অর্জনের চেষ্টা করবে।

হুয়া ছুন ইং বলেন, চীন সরকার বরাবরই আসিয়ানকে গুরুত্ব দেয় এবং আসিয়ান কমিউনিটির প্রতি দৃঢ় সমর্থন জানায়। চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সমর্থন জানায়। বর্তমানে চীন ও আসিয়ানের প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীন আসিয়ানের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে আগ্রহী।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040