দক্ষিণ মেরুতে প্রথম পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালিয়েছে চীন
  2017-01-16 16:26:42  cri
জানুয়ারি ১৬: চীনের 'সমুদ্র ৬ নম্বর' বৈজ্ঞানিক অভিযানকারী জাহাজ সম্প্রতি দক্ষিণ মেরুর সমুদ্র অঞ্চলে বহুমুখী স্ক্যানিং করেছে। এতে দক্ষিণ মেরুর সমুদ্র তলদেশের একটি ত্রিমাত্রিক চিত্র ফুটে উঠেছে। এর মাধ্যমে চীন এই প্রথম দক্ষিণ মেরু ও তার তলদেশের সমুদ্রে ব্যাপক, সার্বিক ও ত্রিমাত্রিক অনুসন্ধান চালাল।

'সমুদ্র ৬ নম্বর'-এর দায়িত্বশীল কর্মকর্তা ও চীনের জিওলজিক্যাল সার্ভে ব্যুরোর কুয়াংচৌ জিওলজিক্যাল সার্ভে বিভাগের উচ্চ-প্রকৌশলী লিউ শেং স্যুন বলেন, এবারের অভিযানে ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা স্ক্যান করা হবে। বর্তমানে অর্ধেক কাজ শেষ হয়েছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040