আসিয়ানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে চীনের কুয়াং সি আদালত
  2017-01-16 16:23:23  cri
জানুয়ারি ১৬: চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের আদালত আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করবে। ফাং ছেং গাং ও ছং জুও শহরে চীন-ভিয়েতনাম দুই ভাষায় বাণিজ্যিক আদালত ও সীমান্ত আদালত প্রতিষ্ঠিত হবে।

কুয়াং সি'র উচ্চ গণ-আদালতের সভাপতি হুয়াং কে গতকাল (রোববার) আঞ্চলিক রাজধানী নান নিংয়ে এসব কথা বলেছেন।

উল্লেখ্য, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পর চীন-আসিয়ান সীমান্তে অবস্থিত কুয়াং সি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত অর্থনৈতিক অঞ্চলে আন্তর্জাতিক পরিবহন কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে আসিয়ানের ৭টি সদস্য দেশের ৪৭টি বন্দরের সঙ্গে সামুদ্রিক পরিবহন ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040