ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে জরুরি সমাধান দরকার
  2017-01-16 14:13:02  cri

জানুয়ারি ১৬: ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে জরুরি সমাধান দরকার। গতকাল (রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত মধ্যপ্রাচ্যবিষয়ক শান্তি সম্মেলনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। 

প্রায় ৭০টি দেশ ও আন্তর্জাতিক সংগঠন এ সম্মেলনে অংশগ্রহণ করেছে। বিভিন্ন পক্ষ জানায়, বর্তমানে ইসরাইলের বসতি নির্মাণ দু'পক্ষের সমস্যা আরও গুরুতর করে তুলেছে। সমস্যা সমাধানে দু'পক্ষের সরাসরি আলোচনা প্রয়োজন।

বিভিন্ন পক্ষ মনে করে, সমস্যা সমাধানে উভয়ের ন্যায়সঙ্গত দাবি পূরণ হতে হবে। যেমন, দেশ নির্মাণে ফিলিস্তিনের অধিকার এবং ইসরাইলের নিরাপত্তা সুনিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি।

গত ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রকাশিত ২৩৩৪ নম্বর সিদ্ধান্তকে বিভিন্ন পক্ষ স্বাগত জানায়। এ সিদ্ধান্তে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সিদ্ধান্তে ইসরাইলের বসতি নির্মাণ বন্ধ করার দাবি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিন ও ইসরাইল এ সম্মেলনে অংশগ্রহণ করেনি। (নীলাম্বর/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040