চীন-ভারত ইয়োগা কলেজ বিভিন্ন শহরে শাখা কার্যালয় চালু করবে
  2017-01-16 13:36:45  cri
জানুয়ারি ১‌৬: গতকাল (রোববার) চীন-ভারত ইয়োগা কলেজ এবং বেইজিং চি মেই জেন মেই বিনিয়োগ কোম্পানির সঙ্গে কুনমিংয়ে একটি কৌশলগত সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে দু'পক্ষ কুনমিং, বেইজিং, শাংহাই ও কুয়াংচৌসহ ১০টি শহরে ৫০টি শাখা কার্যালয় এবং ১০০টি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে।

ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের সাধারণ কমিটির সম্পাদক ও চীন-ভারত ইয়োগা কলেজের পরিচালক ছেন লু ইয়ান বলেন, এবারের এ চুক্তি যোগ সংস্কৃতি চীনে সম্প্রসারণ এবং দু'দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক সহযোগিতা ও আদানপ্রদানে জানালা হিসেবে ভূমিকা পালন করবে।

চীন-ভারত ইয়োগা কলেজ ২০১৫ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ইয়ুননান প্রদেশের শিক্ষা ব্যুরো এ কলেজের তত্ত্বাবধানে যোগবিষয়ক স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালুর অনুমতি দিয়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040