প্রেসিডেন্ট সি'র সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সা. সম্পাদকের বৈঠক
  2017-01-13 18:51:00  cri

সি চিন পিং আর নিগুয়ান ফু ট্রোং

জানুয়ারি ১৩ : চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিগুয়ান ফু ট্রোং গতকাল (বৃহস্পতিবার) বেইজিং মহা গণভবনে বৈঠক করেছেন। তারা বলেছেন, দু'দেশ 'দীর্ঘস্থায়ী স্থিতিশীল, ভবিষ্যতমুখী, সার্বিক সহযোগিতা' নীতি ও 'ভালো প্রতিবেশী, বন্ধু, কমরেড ও অংশীদার' মর্ম অনুসারে গোটা পরিস্থিতি বিবেচনা করে একসঙ্গে দু'দেশের সম্পর্ককে এগিয়ে নেবে।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেসে আবার সাধারণ সম্পাদক নির্বাচনের পর প্রথম চীন সফর করায় নিগুয়ানকে স্বাগত জানান প্রেসিডেন্ট সি।

তিনি বলেন, দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন ও ভিয়েতনামের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক অবিরাম ও সঠিকভাবে উন্নয়ন হয়েছে। দু'দেশের ঐতিহ্যবাহী মৈত্রী সুসংবদ্ধ হয়েছে। রাজনৈতিক পারস্পরিক আস্থা নিরন্তরভাবে গভীর হয়েছে। বাস্তব সহযোগিতার সফলতাও প্রচুর। সাংস্কৃতিক বিনিময় আরো তত্পর হয়েছে। চীন-ভিয়েতনাম সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন দেখে আমরা আনন্দ বোধ করি।

নিগুয়ান ফু ট্রোং চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসে অর্জিত গুরুত্বপূর্ণ কৃতিত্বে অভিনন্দন জানিয়ে বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে ঊর্ধ্বতন পর্যায়ের নেতৃত্ব জোরদার করবে। কৌশলগত যোগাযোগ গভীর করবে। রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে। সার্বিকভাবে দুটি পার্টির বিনিময় ও সহযোগিতা গভীর করবে। এছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্কের নেতৃত্বের ভূমিকা যথাযথভাবে পালন করবে।

তিনি বলেন,'দুই করিডোর এক চক্র' এবং 'এক অঞ্চল, এক পথ' কৌশলে যুক্ত হবে আমাদের রাষ্ট্র। দু'পক্ষের সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করা হবে। বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, প্রতিরক্ষা, নিরাপত্তা, বেসরকারি বিনিময় এবং যুবসহ নানা ক্ষেত্রের সহযোগিতার জন্য প্রচেষ্টা চালানো হবে। দু'দেশের সম্পর্ক আরো উচ্চ মানে উন্নত হবে। এ অঞ্চল তথা বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য অবদান রাখবে। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040