মেকআপের আগে ও পরে করণীয়
  2017-01-15 17:53:06  cri

আধুনিক জীবনে অফিস, পার্টি কিংবা প্রতিদিন আমরা মেকআপ করে থাকি। মেকআপ শুধু নিজের সুন্দর্য দেখানোর জন্য নয়, আশেপাশে মানুষকে সম্মান করার জন্য একটি ভাল ব্যাপার। তাহলে মেকআপের আগে ও পরে আমাদের কি কি করণীয় বিষয় রয়েছে? আজকের 'জীবন যেমন' অনুষ্ঠানে আমরা তা নিয়ে আলোচনা করবো।

মেকআপের আগে কি কি করা উচিত সে ব্যাপারে ছয়টি বিষয় নিয়ে আজ কথা বলছি।

১ : মশচারাইজার ও ফেশিয়াল ওয়াটার :

মেকআপ করার আগে মশচারাইজার ও ফেশিয়াল ওয়াটার প্রথমে ত্বকে লাগানো উচিত। এটি মেকআপের পর মুখ লম্বা সময় ধরে সুন্দর রাখার জন্য গুরুত্বপূর্ণ। মশচারাইজার ও ফেশিয়াল ওয়াটার মুখে মাখলে ত্বকের তৈলাক্ততা কমে।

২ : আদ্রতা রক্ষা সংক্রান্ত মাস্ক

যদি আপনি কোনো পার্টিতে যান তাহলে যাওয়ার আগে নিশ্চয় আপনাকে বেশ ভালো মেকআপ করতে হয়। বেশি মেকআপ ত্বকের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। এই ধরণের ক্ষতি এড়াতে আপনি গভীর মেকআপ করার আগে মুখে আদ্রতা রক্ষার জন্য মাস্ক লাগাতে পারেন। আরেকটি কথা, যাদের ত্বক শুষ্ক তাদের জন্য আদ্রতা রক্ষার মাস্ক মাঝে মাঝে ব্যবহার করা উচিত।

মশ্চার ক্রিম :

মেকআপ করলে ত্বকের প্রয়োজনীয় পানি তুলনামূলকভাবে কম দেখা হয়। ত্বকে পানির অভাব হলে মুখের মেকআপ সুন্দর দেখা যায় না। সে জন্য মুখে মশ্চার ক্রিম ব্যবহার করা জরুরি। এটি ত্বকের প্রয়োজনীয় পানি এড়াতে ভূমিকা রাখে।

চোখের ড্রপ :

আমরা জানি, মেকআপের সময় শুধু মুখের ত্বক নয়, আমাদের চোখের আশেপাশেও মেকআপ করা হয়। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক আরও স্পর্শকাতর এবং সহজেই ক্লান্ত হয়। সেজন্য মেকআপের আগে চোখে ড্রপ ব্যবহার করুন। এ ড্রপ চোখের ক্লান্তি দূর করবে।

সুতির কাপড় (Cotton swab)

চোখের আশেপাশে মেকআপ পরিস্কার করার জন্য নরম সুতি কাপড় ব্যবহার করা উচিত। কারণ সাবধান না হলে মেকআপের সময় কিছু সমস্যাও হয়। চোখের আশআশ সংশোধন করতে সুতি কাপড় ভূমিকা পালন করে।

পেপার টাউয়াল :

মেকআপের সময় পেপার টাউয়াল ব্যবহার করতে হয়। সেজন্য মেকআপের আগে এ ধরণের জিনিস প্রস্তুত রাখা উচিত। যেমন তৈলাক্ত ত্বকের সমস্যা সমাধান এবং লিপস্টিকের রঙ পরিবর্তন করায় পেপার টাউয়াল ব্যবহার করা উচিত।

এখন মেকআপের পরে কি কি করা উচিত তা নিয়ে আলোচনা করবো।

মেকআপের পর মাঝে মাঝে ত্বকে বিন্দু বিন্দু ঘাম জমা শুরু হয়। যাদের ত্বক তৈলাক্ত তারা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। তাই ভারি মেকআপের আগে নিজের ত্বককে আগে মেকআপের জন্য তৈরি করে নিতে হবে। এবার মুখ ভালো মতো ধুয়ে তাতে যে কোন ভালো উপটন লাগন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে টোনার লাগিয়ে নিন।

মেকআপ তোলার ক্ষেত্রে :

মেকআপ ঠিকমতো না তুললে ত্বকে র‌্যাশ ও ব্রণের সমস্যা দেখা দিতে পারে। মেকআপ তোলার জন্য শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়। অলিভ অয়েল সবচেয়ে ভালো মেকআপ রিমুভার। তবে ঘরে অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলও ভালো কাজ করে। তুলো দিয়ে ছোট করে বল বানিয়ে তাতে তেল দিয়ে মেকআপ তুলুন।

(ঊর্মি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040