কলকাতায় চীনা কনসুল জেনারেলের বক্তব্য
  2017-01-13 10:48:24  cri
জানুয়ারি ১৩ : 'বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) প্রস্তাব' এবং ভারতের 'পূর্ব নীতি কার্যক্রম' শীর্ষক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) কলকাতায় অনুষ্ঠিত হয়। কোলকাতার এশিয়া গবেষণা সমিতি (কেইএসএই), কলকাতা বৈদেশিক নীতি গবেষণালয় (আইএফপিএস) এবং ভারতীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটি (আইসিডাব্লিউএই) যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করে। কলকাতায় নিযুক্ত চীনের কনসুল জেনারেল মা চান উ সেমিনারে বক্তব্য রাখেন।

তিনি বলেন, 'বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর' প্রস্তাব ১৯৯৯ সালে উত্থাপিত হয়।

এ প্রস্তাবের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক সহযোগিতা চালানো এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় এ প্রকল্প প্রতিষ্ঠার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব এবং 'রেশমপথের মর্ম' নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন কনসুল জেনারেল।

তিনি বলেন, অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার কাজকে গুরুত্ব দেয় এবং সমর্থন করে চীন সরকার। এ করিডোর প্রতিষ্ঠার কাজের সম্ভাব্যতা সংক্রান্ত নীতিগত রিপোর্ট তুলে ধরা হবে বলেও সেমিনারে প্রত্যাশা করেন তিনি। (ওয়াং হাইমান/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040