হিন্দুস্থান টাইমস্'কার্যালয় পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত
  2017-01-12 14:35:38  cri
জানুয়ারি ১২ : ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই গতকাল (বুধবার) 'হিন্দুস্থান থাইমস্'-এর সদর দফতর পরিদর্শন করেছেন। এ সময় তিনি এ পত্রিকার সাধারণ সম্পাদক ববি ঘোষ, মিনট্‌নিউজ পেপারের সাধারণ সম্পাদক সুকুমার রঘুনাথ ও ডেপুটি সম্পাদক আনীল পদ্মবাহানের সঙ্গে বৈঠক করেন। দু'পক্ষ চীন-ভারত সম্পর্ক, মানবিক বিনিময়, আর্থ-বানিজ্যিক সহযোগিতা এবং বর্তমান আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রদূত লুও বলেন, বিগত এক বছরে চীন ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন হয়েছে। দু'দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠ এবং আর্থ-বানিজ্যিক সহযোগিতা দ্রুত গতিতে চলছে। এতে আইন প্রণয়ন ও সন্ত্রাসদমনের ক্ষেত্রে সহযোগিতায় নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, হিন্দুস্থান টাইমস্' দীর্ঘকাল ধরে চীন-ভারত সম্পর্ককে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করে। চীন সম্পর্কিত প্রচার খাতে এ দুটি সংবাদমাধ্যম আগের মত ভবিষ্যতেও বাস্তব রিপোর্ট প্রকাশ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে আন্তরিকভাবে মতবিনিময় করায় ববি ঘোষ ও সুকুমার পদ্মবাহান রাষ্ট্রদূত লুওকে ধন্যবাদ জানান। চীনা দূতাবাস ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা চালাতে তাদের আগ্রহের কথা উল্লেখ করেন তারা। (ওয়াং হাইমান/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040