বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2017-01-10 18:58:24  cri
১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এ দিনে দেশে ফেরেন তিনি।

ঐতিহাসিক এ দিনটিতে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে স্বাধীনতার নায়ককে। মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়। এ উপলক্ষে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে ততদিন তিনি সবার প্রেরণা হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, জাতির জনকের স্বাধীন দেশে ফেরার দিনটিতে বিজয় পূর্ণতা লাভ করেছিল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040