জানুয়ারি ১০ : রোববার জেরুজালেমে ট্রাক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস্। গতকাল (সোমবার) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে হামলাকারীর প্রতি নিন্দা জানান গুতেহিস্। এ ছাড়া এ হামলায় নিহতদের স্বজনদের সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, গত রোববার দক্ষিণ জেরুজালেমে একটি চলন্ত ট্রাক ইসরাইলের এক দল সৈনিকের ওপর হামলা চালায়। এতে ৩ জন নারীসহ ৪ জন সাধারণ মানুষ নিহত হয়। আহত হয় ১৭ জন। পরে পুলিশের গুলিতে ট্রাক চালক নিহত হয়েছে। (নীলাম্বর/মান্না)