দ. কোরিয়ার প্রেসিডেন্টের দুর্নীতির অভিযোগের পক্ষে প্রমাণ নেই
  2017-01-08 17:06:48  cri
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের অভিশংসন বিচার চলাকালে বৃহস্পতিবার তার আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরে বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পক্ষে কোন প্রমাণ নেই। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পার্ক গিউন হাই বর্তমানে ক্ষমতা হারানোর হুমকির মুখে রয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের আর্থিক কেলেংকারির ঘটনায় প্রেসিডেন্টের হাত থাকার অভিযোগ উঠায় গত মাসে পার্লামেন্ট পার্ককে অভিশংসিত করার পক্ষে ভোট দেয়। এর আগে ক্ষমতা থেকে চলে যাওয়ার দাবিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতি সপ্তাহে লাখ লাখ বিক্ষোভকারী রাজপথে নেমে আসে।

পার্কের বিরুদ্ধে অভিযোগ তার দীর্ঘ দিনের বন্ধু চই সুন-ইল ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন কোম্পানির কাছ থেকে জোরপূর্বক লাখ লাখ ডলার আদায় করেন। এ অভিশংসন মামলার প্রথম পূর্ণ শুনানি চলাকালে জাতীয় পরিষদ সংবিধান লঙ্ঘন করায় পার্ককে অভিযুক্ত করে।

মঙ্গলবার সাংবিধানিক আদালতের প্রাথমিক শুনানিতে পার্ক উপস্থিত থাকতে না পারায় তা কিছুটা সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়। পার্কের আইনজীবীরা ভোট বাতিল করার আবেদন জানিয়ে বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পক্ষে কোন প্রমাণ নেই। তারা জোর দিয়ে বলেন, তিনি শিগগীরই প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল হবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040