জানুয়ারি ৬: দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট পার্ক গেউন-হাইয়ের ইমপিচমেন্টকে 'অন্যায়' বলে আখ্যায়িত করেছেন তার আইনজীবী সিও সিওক-গু। তিনি গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়া সাংবিধানিক আদালতের শুনানিতে এ মন্তব্য করেন এবং এ জন্য গণমাধ্যমে নির্বিচার প্রচারকেও দায়ী করেন।
সাংবিধানিক আদালতে প্রেসিডেন্ট পার্কের অনুপস্থিতিতে তার আইনজীবী আরও বলেন, দায়িত্ব পালনকালে তার মক্কেল কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য।
আইনজীবী আরও বলেন, প্রেসিডেন্ট পার্ক দেশের সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে ভূমিকা রাখতে বড় কোম্পানিগুলোকে অনুরোধ করেছিলেন। কিন্তু এতে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। তা ছাড়া, এর সঙ্গে প্রেসিডেন্টের আস্থাভাজন চোই সুন-সিলের কোনো সম্পর্ক ছিল কি না, তাও স্পষ্ট নয়।
আইনজীবী সংসদে প্রেসিডেন্ট পার্ককে ইমপিচ করে গৃহীত প্রস্তাব বাতিল করার জন্য সাংবিধানিক আদালতে আবেদন জানিয়ে বলেন, প্রস্তাবের পক্ষে যথেষ্ট যুক্তি না-থাকলেও সংসদে সেটি অন্যায়ভাবে গৃহীত হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ সম্প্রতি প্রেসিডেন্ট পার্ককে ইমপিচ করে এবং প্রেসিডেন্টের সকল ক্ষমতা দেশটির প্রধানমন্ত্রীর হাতে চলে যায়। পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার আস্থাভাজন চোই সুন-সিলের সাথে রাষ্ট্রের গোপন নথি শেয়ার করেছেন এবং সিল প্রেসিডেন্টের সাথে তার ঘনিষ্ঠার সুযোগ নিয়ে অবৈধভাবে বিপুল অর্থ আয় করেছেন। চোই সুন-সিলও আদালতে এ অভিযোগ অস্বীকার করেছেন। (নীলাম্বর/আলিম)