বেইজিংয়ে চীন-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2017-01-06 15:34:21  cri

জানুয়ারি ৬: বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন বেইজিং সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আসিম। 

বৈঠকে ওয়াং ই বলেন, ২০১৪ সালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মালদ্বীপ সফরে দু'দেশের সম্পর্ক ভবিষ্যতমুখী সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগী অংশীদারি সম্পর্কে পরিণত হয়েছে। চলতি বছর চীন-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী, এ সুযোগে দু'পক্ষের উচিত সম্পর্ককে আরও সফল করা।

এ সময় আসিম বলেন, কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরে চীনের সঙ্গে ঐতিহাসিক মৈত্রী উন্নত করতে চায় মালদ্বীপ।

বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে দু'পক্ষ।

(নীলাম্বর/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040