শুভ নববর্ষ ২০১৭ ও সিআরআই বাংলা বিভাগের ৪৮তম শুভ জন্মদিন
  2017-01-07 16:05:49  cri


শুভ নববর্ষ। নতুন বছর ২০১৭ তে পা দিয়েছে সমগ্র বিশ্ব। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ হলো ইংরেজি ২০১৬ সাল। মহাকালে মিলিয়ে গেল আরো একটি খ্রিস্টিয় বছর। ২০১৬ সালকে বিদায় জানিয়ে পদার্পণ করছি আমরা নতুন বছর ২০১৭ সাল-এ। সারাবিশ্বের মানুষ আনন্দ-উল্লাস করে পালন করছে এই নতুন বছরের শুরুর ক্ষণটিকে, মেতে উঠেছে উৎসবে। পুরনো দিনের গ্লানি ভুলে নতুন বছরে নতুন করে বিশ্বকে দেখার তাগিদ নিয়ে, নতুন সূর্যকে আপন করে নিবে বিশ্ব। নতুন মানেই চির তরুন, নতুন মানেই এগিয়ে যাওয়ার স্বপ্ন। গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের।

আর তাই নতুন বছর মানেই ছোট বড় সবার কাছে নতুন দিনের প্রেরণা, নতুন ভাবে জেগে ওঠার তাগিদ, নতুন করে স্বপ্ন দেখা।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধু, অনলাইন ভিজিটর, টিভি দর্শক সবাইকে শুভ নববর্ষ এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

শ্রোতাবন্ধুরা, দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হচ্ছে। সকলের মাঝে জেগেছে প্রাণের নতুন স্পন্দন। তেমনি ভাবে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের শ্রোতাদের মাঝেও বেজে উঠেছে আনন্দের সুর। কারণ, কাকতালীয় ভাবে হলেও খ্রিষ্ট বর্ষের শুরুর প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী।

পৃথিবীর যে কয়টি দেশের বেতার থেকে বাংলা অনুষ্ঠান প্রচারিত হয় চীন আন্তর্জাতিক বেতার সেগুলির মধ্যে অন্যতম। সিআরআই ২৫ কোটিরও বেশী বাংলাভাষী জনগোষ্ঠির কাছে গত ৪৮ বছর নানা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে আকাশ পথে মৈত্রীর সেতুবন্ধন রচনা করেছে। ইথারের মাধ্যমে শ্রোতাদের কানে কানে সাম্য ও মৈত্রীর কথা প্রচার করে এসেছে। যার যাত্রা শুরু হয়েছিলো ১৯৬৯ সালের ১লা জানুয়ারি। হাটি হাটি পা-পা করে এই বেতারটি ২০১৭ সালের ১লা জানুয়ারিতে ৪৮ বছর পূর্ণ করে পা রেখেছে ৪৯ বছরে। বিগত ৪৮ বছরের পথ চলায় সিআরআই-এর সাথে কোন না কোন ভাবে যুক্ত হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আজকের এই দিনে আমরা তাদের সকলকে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।

যাই হোক বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২০১৭ ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা কথা বলেছি সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ, সাংবাদিক, প্রফেসর, শ্রোতাসংঘের নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন সাধারণ শ্রোতাদের সাথে। চলুন তাদের কথা শুনি...............

(১) শান্তা মারিয়া, ঢাকা

(২) সৈয়দ রেজাউল করিম বেলাল, ঢাকা

(৩) ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম

(৪) এম. ফোরকান, চট্টগ্রাম

(৫) আনজুমান আরা শিল্পী, নারায়নগঞ্জ

(৬) মো. ওসমান গণী, ঢাকা

(৭) মো. জুলহাস মিয়া, নেত্রকোণা

(৮) এস.এম.আক্তারুল ইসলাম, সাতক্ষিরা

(৯) মো. এয়াকুব আলী, শরিয়তপুর

(১০) বিধান চন্দ্র টিকাদার, গোপালগঞ্জ

(১১) হায়দারুল ইসলাম, চুয়াডাঙ্গা

(১২) হুমায়ুন রেজা, যশোর

(১৩) আবাম ছালাউদ্দিন, ঢাকা

(১৪) শিহাবুর রহমান, ঢাকা

(১৫) মো. চাঁন মিয়া, সিলেট

(১৬) মসরুর জুনাইদ, চট্টগ্রাম

(১৭) আসাদুজ্জামান নূর, পাবনা

(১৮) খন্দকার রফিকুল ইসলাম, নওগাঁ।

শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন, চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২০১৭ ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান।

নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর। অতিতের হলো মরণ, নতুন কে করো বরন!! পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, সিআরআই-এর সকল শ্রোতাবন্ধুকে জানাই ইংরেজি নববর্ষ এবং জন্মদিনের প্রীতি।

হ্যাপি নিউ ইয়ার ২০১৭, শিন নিয়েন খোয়াইলা এবং সিআরআই এর শুভ জন্মদিন।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040