পরিবেশ রক্ষায় কি করতে পারি আমরা?
  2017-01-05 17:23:56  cri


প্রিয় শ্রোতা, ২০১৭ সাল- এ নতুন বছরের উচ্ছাসে উপভোগের পাশাপাশি আমরা একটু চিন্তিত। কারণে বিগত ২০১৬ সালের ২৯ ডিসেম্বর থেকেই চীনের অধিকাংশ শহর নগরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। আগামী কাল পর্যন্ত এ কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ভারী কুয়াশার কারণে প্রথমবারের মত চীনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বুধবার ভারী কুয়াশা অব্যাহত থাকায় এই অঞ্চলগুলোর মহাসড়কসমূহ বন্ধ এবং ফ্লাইট বিলম্বিত হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বেইজিংয়ের ট্রাফিক পুলিশ মহাসড়কগুলোর বেশ কয়েকটি স্টেশন বন্ধ করে দিয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন ও পূর্বাঞ্চলের সাংহাই ও পার্শ্ববর্তী তিয়ানজিন মিউনিসিপালটির যোগাযোগ স্থাপনকারী কয়েকটি লিংক রোডও রয়েছে।

বর্তমানে পরিবেশে কিভাবে নিজেকে রক্ষা করতে পারি?

মাস্ক পরা উচিত। ছুটি নিয়ে পরিস্কার একটি জায়গা বেড়ানো ও কিছু দিন কাটানো। বাড়ীতে বায়ু সংশোধক মেশন চালু করা এবং গাছপাত চাষ করাসহ নানা ব্যবস্থা গ্রহণ করা যায়।

ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্বন নির্গমন কমানো ও পরিবেশ রক্ষার বিষয়ে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি না মানা হলে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ৪ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়াতে পারে। তবে চুক্তি মানলে ২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

ফ্রান্সের রাজধানীতে দুই সপ্তাহ ধরে চলা জলবায়ু সম্মেলন ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্যারিসের স্থানীয় সময় গতকাল শনিবার খসড়া চূড়ান্ত হয়।

প্যারিসের জলবায়ু চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো :

চলতি শতকের মাঝামাঝি সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব কার্বন নির্গমন কমানো এবং এই গ্যাসের উৎপাদন ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনা।

২। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা। সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করা হবে।

৩। প্রতি পাঁচ বছর ব্যবধানে অগ্রগতি পর্যবেক্ষণ করা।

৪। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০২০ সালের মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলার অর্থায়ন। ভবিষ্যতে আরো লাগলে আরো অর্থায়নের অঙ্গীকার।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040