জানুয়ারি ৪: গত সপ্তাহে ভারতে কয়লা খনি ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল এখনো মৃত্যুদেহ খুঁজছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জারখান্দ প্রদেশের পুলিশ ২ জানুয়ারি এ তথ্য জানায়।
গত ২৯ ডিসেম্বর জারখান্দ প্রদেশের রাজধানী রানচি থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থিত একটি উন্মুক্ত কয়লা খনি ব্যাপকভাবে ধরে পড়ে। এর ফলে ২০ জনেরও বেশি লোক খনির ভেতর চাপা পড়ে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বর্তমানে ১৮টি মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি মৃত্যুদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। (লিলি/মান্না)