হ্যালো চায়না: ৫৫. তিন গিরিখাত
  2016-12-30 20:47:30  cri

তিন গিরিখাত চীনের ছংছিং শহর ও হুপেই প্রদেশের ছাংচিয়াং নদীতে অবস্থিত। তা ছুথাং গিরিখাত, উ গিরিখাত ও সি গিরিখাত নিয়ে গঠিত এই তিনি গিরিখাত। তিন গিরিখাতের দুই পাশেই রয়েছে উঁচু পাহাড়। গিরিখাতের দু'পাশের পাহাড়ের উচ্চতা এক হাজার থেকে দেড় হাজার মিটার। এগুলো একেবারে দেয়ালের মতো। এটি হলো, ছাংচিয়াং নদীর সবচেয়ে রোমাঞ্চকর ও সংকীর্ণ অংশ। এখানকার সবচেয়ে সংকীর্ণ অংশটি ১০০ মিটারেরও কম চওড়া। গিরিখাতের স্রোত বেশ প্রবল হলেও দৃশ্য অনেক সুন্দর। এই 'তিন গিরিখাত' চীনের সবচেয়ে সুন্দর গিরিখাতের মধ্যে অন্যতম। জলজ সম্পদে সমৃদ্ধ তিন গিরিখাতের দৈর্ঘ্য ১৯২ কিলোমিটার। চীন এখানে বিশ্বখ্যাত তিন গিরিখাতের জলধারা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করেছে।

তিন গিরিখাতের জলধারা নিয়ন্ত্রণ প্রকল্পে জলবিদ্যুৎ কেন্দ্র ও নৌ পরিবহন ব্যবস্থা রয়েছে। প্রকল্পটি নির্মাণে সময় লেগেছিল ১৫ বছর। ২০০৮ সালে এর কাজ শেষ হয়। আসলে তিন গিরিখাতে বাঁধ তৈরির প্রধান উদ্দেশ্য হলো বন্যা প্রতিরোধ করা। পাশাপাশি খরার সময় জলাধারে পানির উপস্থিতি নিশ্চিত করা। বাঁধটি ৩০৩৫ মিটার দীর্ঘ ও ১৮৫ মিটার উঁচু। বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছরে ১০০ বিলিয়ন কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এ বিদ্যুৎ প্রধানত চীনের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলের ১১টি প্রদেশ, শহর ও অঞ্চলে সরবরাহ করা হয়। এ জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে চীনের অনেক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তিন গিরিখাতে নৌ পরিবহন ব্যবস্থা চালু করার পর ইছাং থেকে ছংছিং শহরে যাতায়াত আরো সহজ হয়েছে। ১০হাজার টন পণ্য নিয়ে জাহাজগুলো ইছাং থেকে সরাসরি ছংছিংয়ে যেতে পারে। এতে ছাংছিয়াং নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় পরিবহনের ব্যবস্থার অনেক উন্নত হয়েছে। এছাড়াও চাষ, পর্যটন, পরিবেশগত সুরক্ষা, উন্নযনমূলক অভিবাসনের ক্ষেত্রে তিন গিরিখাত প্রকল্প অনেক সুবিধা বয়ে এনেছে।

চীনের তিন গিরিখাতের বাঁধটি বিশ্বের সুপার প্রকল্পগুলোর অন্তর্ভুক্ত বৃহত্তম বাঁধ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040