আসামের রবীন্দ্রচর্চা নিয়ে সাক্ষাত্কার
  2016-12-24 15:48:52  cri

সুপ্রিয় শ্রোতা, খোলামেলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী ভারতের আসাম রাজ্যের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের প্রধান। তিনি অনেক দিন ধরে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করে আসছেন। তিনি নোলিনিকান্ত গুপ্ত স্মৃতি পুরষ্কার এবং ইয়াদু সম্রাট পি.সি সরকার স্মারক সম্মাননা পেয়েছিলেন। সম্প্রতি চীনের শেনচেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারতবিদ সেমিনারে তিনি অংশগ্রহণ করেন এবং আসাম রাজন্যে রবীন্দ্রচর্চা নিয়ে নিজের গবেষণা তুলে ধরেন। এবারের খোলামেলা অনুষ্ঠানে তার সাক্ষাতকার নিয়েছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040