আজকের টপিক : বেইজিংয়ের ধোয়াশা
  2016-12-22 16:26:11  cri

বেইজিংয়ের প্রচন্ড বায়ু দূষণ চলছে। জরুরি অবস্থা মোকাবিলা কেন্দ্র গত ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভারী বায়ু দূষণের জন্য 'লাল সর্তকতা' জারি করেছে। গত কয়েক দিন ধরে শুধু বেইজিং নয় চীনের থিয়ানচিন, হোপেই, শানতোং ও হোনানসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বায়ু দূষণ হচ্ছে।

ধোয়াশার কারণে বেইজিং ও থিয়ানচিনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শহরবাসীরা বাইরে যাওয়ার সময় মাক্স ব্যবহার করছেন। ঘন ধোয়াশার কারণে বেইজিংয়ের আশেপাশের এক্সপ্রেস সড়কগুলোও বন্ধ রয়েছে।

ধোয়াশা কেন সৃষ্টি হয়? ধোয়াশা চলাকালে স্বাস্থ্য রক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া জরুরী? ধোয়াশা কোন ধরণের জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব ফেলতে পারে?

এসব বিষয় নিয়ে আজকের টপিকে আমরা আলোচনা করেছি। বন্ধুরা, অনুষ্ঠানটি শুনুন। (ইয়ু/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040