20161215huati.mp3
|
বন্ধুরা, ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর থেকে হানাদার জাপানি বাহিনী চীনের নানচিং শহরে চল্লিশ দিনব্যাপী নিষ্ঠুর গণহত্যা চালায়। এ অল্প সময়ের মধ্যে ৩ লাখের বেশি মানুষকে হত্যা করে তারা। জাপানি বাহিনীর নির্মম কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থাপিত দূরপ্রাচ্য আন্তর্জাতিক সামরিক আদালত ও নানচিং যুদ্ধাপরাধী সামরিক আদালতে এ গণহত্যার বিচার হয়।
২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সপ্তম অধিবেশনে ভোটদানের মাধ্যমে প্রতি বছর ৩ সেপ্টেম্বর চীনে জাপানের আগ্রাসনবিরোধী যুদ্ধের বিজয় দিবস এবং ১৩ ডিসেম্বর নানচিং গণহত্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়।
গত কয়েক দিন চীনের গণমাধ্যম এবং ওয়েবসাইটগুলো জাতীয় শোক দিবস নিয়ে অনেক প্রবন্ধ প্রকাশ করেছে। আজকের টপিকে আজ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো। (ইয়ু/মান্না)